স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ক্যারিয়ারের জন্য যতটা বিখ্যাত, তার তুলনায় ভারতের টেলিভিশন জগতে কমেডি শো-র অংশ হিসেবেও কম পরিচিতি পাননি নভজ্যোত সিং সিধু। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যে ছিলেন অনেকদিন, এরপর রাজনীতিতেও জড়িয়ে গিয়েছিলেন। তবে এবারের আইপিএল শুরুর আগে সিধু আবার আলোচনায়, কারণ রাজনীতিতে আপাতত বিরতি দিয়ে আবার আইপিএলের ধারাভাষ্যে ফিরছেন ভারতের সাবেক ব্যাটসম্যান।
প্রায় ৯ বছরের বিরতি কাটিয়ে এই ৬০ বছর বয়সে আবার ধারাভাষ্যে ফেরার আগে এক চমকে দেওয়ার মতো খবরই জানিয়েছেন সিধু। এর আগে যখন আইপিএলে ধারাভাষ্য দিতেন, তখন ধারাভাষ্যের জন্য এক দিনে ২৫ লাখ রূপি করেও নিতেন তিনি!
এত বছর পর ধারাভাষ্যে ফেরা যে তাঁর কাছে কঠিন কিছু নয়, সেটা বেশ জোর দিয়েই বলছেন সিধু। কথায় কথায় বিভিন্ন উপমা টেনে আনা সিধু এ নিয়ে আইপিএলের সম্প্রচারক টিভি চ্যানেল স্টার স্পোর্টসে সাক্ষাৎকারে বলেছেন, ‘বস, ক্রিকেটই আমার প্রথম প্রেম। আপনার শখ যদি আপনার পেশায় রূপ নেয়, এর চেয়ে ভালো আর কী হতে পারে! হাসের বাচ্চা তো আর কখনো সাঁতার কাটা ভুলে যায় না। মাছের কাছে পানিতে নামা যেমন, ধারাভাষ্যে ফেরাও আমার কাছে তেমনই।’
১৯৯৯ সালে ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পর থেকে ২০১৫ সাল পর্যন্ত ধারাভাষ্যে জড়িয়ে ছিলেন বলে জানিয়েছেন সিধু। সেই গল্প জানাতে গিয়েই এক পর্যায়ে বললেন ধারাভাষ্যে তাঁর আয়ের প্রসঙ্গ, ‘…পুরো টুর্নামেন্টের জন্য ৬০-৭০ লাখ রূপি থেকে শুরু করে একটা পর্যায়ে আইপিএলে প্রতিদিনে ২৫ লাখ রূপি পেয়েছি। তবে টাকা-পয়সাই আসল তৃপ্তি নয়, আসল তৃপ্তিটা এই যে (ধারাভাষ্যে) সময় যেন উড়ে উড়ে যায়। বেশ সুন্দর ছিল সময়টা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।