আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি টাকা খরচ অস্ট্রেলীয় পেসার প্যাট কমিন্সকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর শহরে আজ বসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর আইপিএলের নিলাম। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল কলকাতায় নিলাম নিয়ে উৎকণ্ঠা থাকলেও শেষ পর্যন্ত এই শহরেই চলছে নিলাম। শহরের একটি পাঁচতারকা হোটেলে আটটি ফ্র্যাঞ্চাইজির নিজেদের পছন্দের খেলোয়াড় কেনার জন্য লড়াই শুরু হয়েছে বিকেল ৪টা থেকে।
সাড়ে ১৮ কোটিতে কলকাতায় প্যাট কমিন্স : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রীতিমত যুদ্ধ করে ১৫ কোটি ৫০ লাখ রুপি খরচ করে প্যাট কমিন্সকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইটরাইডার্স। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৮ কোটি টাকা। এই প্রথম কোনো বিদেশি খেলোয়াড়ের জন্য এত টাকা খরচ করছে কোনো ফ্র্যাঞ্চাইজি।
কলকাতা আরও যাদের নিয়েছে : ইয়ন মর্গ্যান ( ৫কোটি ২৫ লাখ) ২) প্যাট কামিন্স (১৫ কোটি ৫০ লাখ) ৩) রাহুল ত্রিপাঠী (৬০ লাখ) ৪) বরুণ চক্রবর্তী (৪কোটি টাকা)
প্রায় তিন কোটিতে রাজস্থানে যশস্বী : ১৭ বছর বয়সী ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ২.৪০ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। বাংলাদশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা। আইপিএলের এই আসরে যশস্বীই সর্বকনিষ্ঠ খেলোয়াড়।
১৭ গুণ বেশি দামে পাঞ্জাবে কটরেল : তার ভিত্তি মূল্য মাত্র ৫০ লাখ রুপি। কিন্তু তাকে ভিত্তিমূল্য থেকে ১৭ গুণ বেশি দামে অর্থ্যাৎ আট কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। যা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ১৬ লাখ টাকা।
দল পেলেন অ্যালেক্স কারে : একমাত্র উইকেটরক্ষক হিসেবে দল পেয়েছেন অ্যালেক্স কারে। তাকে দুই কোটি চার লাখ রুপি খরচ করে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা।
মুশফিককে কেনেনি কোনো দল : বাংলাদেশ দলের অন্যতম সদস্য উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম অবিক্রীত থেকে গেছেন আইপিএলে। তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি।
সাড়ে ছয় কোটিতে চেন্নাইয়ে কারেন : চেন্নাই সুপার কিংস নিলাম থেকে প্রথম খেলয়াড় হিসেবে স্যাম কারেনকে দলে ভিড়িয়েছে সাড়ে পাঁচ কোটি রুপি খরচ করে। যা বাংলাদেশি মুদ্রায় পায় সাড়ে ছয় কোটি টাকা।
১২ কোটিতে ব্যাঙ্গালোরে ক্রিস মরিস : মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে সুদ্ধ করে ক্রিস মরিসকে ১০ লাখ রুপি খরচ করে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যা বাংলাদেশি মুদ্রয় প্রায় ১২ কোটি রুপি।
সাড়ে তিন কোটিতে রাজস্থানে উথাপ্পা : রবিন উথাপ্পা তিন কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন কোটি টাকারও বেশি। (ভিত্তিমূল্য ১.৫০ কোটি)।
১২ কোটিতে পাঞ্জাবে ম্যাক্সওয়েল : অনেক দরকষাকষির পর ১০ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিনে নিয়েছে ম্যাক্সওয়েলকে। যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৮৪ লাখ টাকা।
অবিক্রীত যারা : নিলামে কেউ আগ্রহ দেখায়নি ইউসুফ পাঠান ও স্টেইনের মত তারকা ক্রিকেটারের ওপর। এই নিলামে দল পাননি পূজারা, স্টুয়ার্ট বিনি, টিম সাউদি, আন্ডু টাই, ডেল স্টেইন, মোহিত শর্মা, শাই হোপ, কুশল পেরেরা, নামান ওঝা, হেনরি ক্লাসেন, কলিন ডি গ্রান্ডহোম।
মোট ৩৩২ জন ক্রিকেটারের নাম নিলামে আছে। তার মধ্যে ১৮৬ জন ভারতীয়, ১৪৩ জন বিদেশি ও তিন সহযোগী দেশের সদস্য। সর্বোচ্চ দুই কোটি রুপি। ভিত্তি মূল্য ধরা হয়েছে সাতজন বিদেশির। একমাত্র রবিন উথাপ্পার মূল্য দেড় কোটি রুপি। এ ছাড়া পিজুস চাওলা, ইউসুপ পাঠান, যাদব উদানকাটের মূল্য ধরা হয়েছে এক কোটি রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।