স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। আর তাই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে হলে আসন্ন আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে ভালো খেলতেই হবে। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডিন জোন্স। কারণ ভারতীয় দলে লোকেশ রাহুল আর ঋষভ পন্থের মতো দুই তরুণ আছেন।
গত বছর ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ধোনি। এরপর গত মার্চে আইপিএলে নামার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়।
এবছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার পর সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ফলে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন ধোনি
ডিন জোন্স বলেছেন, এই মুহূর্তে ভারতীয় নির্বাচকরা ঋষভ পন্থ ও লোকেশ রাহুলকে নিয়েই এগিয়ে যেতে চান। যদি এই অবস্থায় আইপিএলে ধোনি দুর্দান্ত খেলে, তাহলে তার ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে। আর সেটা না পারলে কিন্তু ধোনির জন্য জাতীয় দলের দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। করোনার কারণে লম্বা বিশ্রাম পেয়েছে ধোনি। সে তরতাজা হয়ে ফিরতে পারবে। তবে আমার বিশ্বাস, বয়স যত বাড়ে তত বিশ্রামের পর ফেরা কঠিন হয়ে ওঠে।
তিনি আরও বলেন, এই মুহূর্তে ভারতীয় নির্বাচকরা ঋষভ পন্থ ও লোকেশ রাহুলকে নিয়েই এগিয়ে যেতে চান। যদি এই অবস্থায় আইপিএলে ধোনি দুর্দান্ত খেলে, তাহলে তার ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে। আর সেটা না পারলে কিন্তু ধোনির জন্য জাতীয় দলের দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। করোনার কারণে লম্বা বিশ্রাম পেয়েছে ধোনি। সে তরতাজা হয়ে ফিরতে পারবে। তবে আমার বিশ্বাস, বয়স যত বাড়ে তত বিশ্রামের পর ফেরা কঠিন হয়ে ওঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।