স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে অভিনব ‘ক্যামেল’ ব্যাটের আমদানি করলেন রশিদ খান। দেশটির জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তিনি। টুর্নামেন্টে মেলবোর্ন রেনেগাডসের বিপক্ষে ঢেউ খেলানো ব্যাট ব্যবহার করেন এ আফগান।
অনন্য এ ব্যাটের উল্টে দিক উটের কুঁজোর মতো উঁচু, যা দেখে অস্ট্রেলিয়ার একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ব্যাটটির নাম দিয়েছে ‘ক্যামেল ব্যাট’। আসন্ন আইপিএলে রশিদকে ক্যামেল ব্যাটে ব্যাটিং করার অনুরোধ জানিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অভিনব এ ব্যাটে ১৬ বল খেলে ২৫ রান করেন তিনি। ২ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান স্পিন অলরাউন্ডার।
রশিদের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান তোলে অ্যাডিলেড। ‘ক্যামেল ব্যাটে’ চমক দেয়ার পাশাপাশি বল হাতেও ভেলকি দেখিয়েছেন তিনি। ৪ ওভারে ১৫ রান খরচায় ২ উইকেট শিকার করেন স্পিন জাদুকর।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয় মেলবোর্ন। ১৮ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় অ্যাডিলেড।
অসাধারণ ব্যাটিং করতে দেখে এবার রশিদকে আইপিএলেও এমন ব্যাট ব্যবহারের অনুরোধ জানিয়েছে সানরাইজার্স। টুইটবার্তায় তারা বলেছেন, আইপিএল ২০২০-এ রশিদকে আমরা এ ব্যাটে খেলতে দেখতে চাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।