স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে একপ্রকার রান বন্যাই বসিয়েছিলেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। ১৭ ম্যাচে ৮৬৩ রান তুলে দলকে ফাইনালে তুলেছিলেন এ ইংলিশ ব্যাটার।
এবার আইপিএলের ১৬তম আসরে মুদ্রার উল্টো পিঠও দেখলেন তিনি। এর মধ্য দিয়ে বিব্রতকর এক রেকর্ডে নাম তুলেছেন মারকুটে এ ওপেনার।
শুক্রবার ধর্মশালায় জয়ের সঙ্গে নেট রানরেটে এগিয়ে থাকার কঠিন সমীকরণ নিয়ে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব।
জবাবে ব্যাটিংয়ে নেমে ২ বল ও ৪ উইকেট বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। তবে এ ম্যাচে প্রোটিয়া পেসার কাগিসো রাবাডার বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন বাটলার। ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেন তিনি।
আইপিএলের চলতি মৌসুমে এ নিয়ে পাঁচবার ‘ডাক’ উপহার দিলেন তিনি। এর আগে, এক আসরে কোনো ব্যাটারই পাঁচবার শূন্য রানে আউট হয়নি।
দ্বিতীয় সর্বোচ্চ ৪টি করে ‘ডাক’ মেরেছেন ছয় ক্রিকেটার। এর মধ্যে, ২০২১ সালে দুই ক্রিকেটার এ রেকর্ডে নাম লেখান।
এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ ডাক :
৫ : জস বাটলার (রাজস্থান রয়্যালস) : ২০২৩
৪ : হার্শেল গিবস (ডেকান চার্জার্স হায়দরাবাদ) : ২০০৯
৪ : মিথুন মানহাস (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১১
৪ : মনীষ পান্ডে (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া) : ২০১২
৪ : শিখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস) : ২০২০
৪ : এউইন মরগান (কলকাতা নাইট রাইডার্স) : ২০২১
৪ : নিকোলাস পুরান (পাঞ্জাব কিংস) : ২০২১
ক্রিকেটারদের সাথে চুটিয়ে প্রেম করলেও বিয়ে করেননি যেসব বলি অভিনেত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।