স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অলরাউন্ড নৈপূন্য দেখান সাকিব। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে যেসব কারণে ১ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার মধ্যে অন্যতম আইপিএলের একটি ম্যাচ। ব্যাট হাতে ২৯ বলে ২৮ রান করা হায়দরাবাদের এ তারকা ক্রিকেটার বল হাতে শিকার করেন ২ উইকেট। অথচ সেই ম্যাচেই সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন ভারতীয় জুয়াড়িরা।
আইপিএলের সেই ম্যাচ নিয়ে বিসিসিআইয়ের দুর্নীতি দমন ইউনিটের প্রধান অজিৎ সিং বলেন, আইপিএলে যে ম্যাচকে নিয়ে এত আলোচনা হচ্ছে সে আসরের সবগুলো ম্যাচই তদন্ত করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট। এখানে বিসিসিআইয়ের কোন হাত নেই। কোন অভিযোগ উঠলে সেটি আইসিসি দেখেছে।
তিনি আরও বলেন, টুর্নামেন্ট শেষে আমাদের পক্ষ থেকে তথ্য দিয়ে সাহায্য করা হয়েছে আইসিসিকে। কিন্তু পুরো তদন্তটাই করেছে আইসিসি, বিসিসিআই নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


