স্পোর্টস ডেস্ক: গেল মার্চে শুরু হওয়ার কথা ছিল এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু মহামারি করোনার কারণে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়। ভারতে করোনা পরিস্থিতি বেশ খারাপ। যে কারণে সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছিল।
শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পছন্দ দুবাইকে। সেই ইঙ্গিত পেয়েই আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দুবাই ক্রিকেট সংস্থা। দুবাই স্পোর্টস সিটির প্রধান সালমান হানিফ জানিয়েছেন, আইপিএল আয়োজনের সমস্ত পরিকল্পনা তৈরি করে রাখা হচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অনিশ্চয়তার মধ্যেই সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে আইপিএল আয়োজনে বদ্ধপরিকর বিসিসিআই। দুবাই স্পোর্টস সিটির মধ্যেই দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়াম আছে। আইসিসির একাডেমিও আছে।
গালফ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সালমান হানিফ জানিয়েছেন, স্টেডিয়ামে আলাদা আলাদা ভাবে ৯টা পিচ আছে। এখানে অল্প সময়ের মধ্যে অনেক ম্যাচ আয়োজন করা সম্ভব। উইকেট যাতে সতেজ থাকে, সেইজন্য আপাতত আর কোনও ম্যাচ এখানে খেলা হবে না।
দুবাইতেও করোনা সংক্রমণ বেড়েছে। ৫০ হাজারের বেশি লোক আক্রান্ত আর মৃতের সংখ্যা ৩০০। অন্যদিকে ভারতের অবস্থা ভয়াবহ। আক্রান্তের সংখ্যা ১০ লাখ পেরিয়ে গেছে।
এমতাবস্থায় বিসিসিআই যদি সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে যদি আইপিএলের দিনক্ষণ ঠিক করে ফেলে, তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলো কয়েক সপ্তাহ আগে থেকেই অনুশীলন শুরু করবে।
হানিফ বলেছেন, এখানে অনুশীলনে কোনও সমস্যা হবে না। কারণ আগেও আমরা বহুদলীয় টুর্নামেন্ট আয়োজন করেছি। আইসিসির কমপ্লেক্সেই দুটি মাঠে ৩৮টি উইকেট আছে। গরমে অনুশীলন করতে না চাইলে ইনডোরের ব্যবস্থাও আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।