স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ধনাঢ্য এই ক্রিকেট লড়াই এবার মাঠে গড়াবে কি-না এ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা।

আইপিএল’র এবারের আসরের ভাগ্য নিয়ে নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই’র। কিন্তু বোর্ড বৈঠকটি বাতিল করে দেওয়ায় এই ক্রিকেট লড়াইয়ের বাতিলের সম্ভাবনা আরও জোরালো হলো।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারত জুড়ে চলছে ‘জনতা কারফিউ’। ৩১ মার্চ পর্যন্ত চলবে এই অবস্থা। এমন পরিস্থিতিতে এবারের আইপিএল বাতিল হতে পারে বলেই অনেকের ধারণা।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব একাদশের অংশীদার নেস ওয়াদিয়া বার্তা সংস্থা পিটিআইকে বলেন, “…মানবতা প্রথম। আর সবকিছুই দ্বিতীয়। পরিস্থিতির উন্নতি হয়নি। তাই এ নিয়ে কথা বলার কোনো যুক্তি নেই। আইপিএল না হলে না হোক।”
নাম প্রকাশ না করার শর্তে অন্য এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা বলেন, “এটা নিয়ে আলোচনা করার কোনো যুক্তি নেই। পুরো দেশ লক-ডাউনে। আইপিএল থেকে এসব নিয়ে আমাদের বেশি ভাবতে হবে।”
সূচি অনুযায়ী ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আটটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে তারকা সমৃদ্ধ ক্রিকেট লড়াই আইপিএল’র ত্রয়োদশ আসরের। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে তা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে নেওয়া হয়। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় এখন বিষয়টা নিয়ে আলোচনার কোনো যথার্থতা দেখছেন না পাঞ্জাবের সহ স্বত্বাধিকারী ওয়াদিয়া।
“এই পরিস্থিতিতে আমি আইপিএল নিয়ে চিন্তার কথা ভাবতেই পারি না। অন্য কিছুর মতোই এটা অপ্রাসঙ্গিক। আমরা কিভাবে বাঁচব এটাই এখন একমাত্র প্রাসঙ্গিক বিষয়। এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি, যেখানে আমরা অনেক মানুষকে সহযোগিতা করার জন্য লড়াই করছি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


