স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে চলছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে টুর্নামেন্টটি বিদেশের মাটিতে হলেও ভারতে সক্রিয় আছে জুয়াড়িরা।
এরই মধ্যে ভারতের বেঙ্গালুরুর তিনটি জায়গায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। সেই সঙ্গে তাদের কাছে থেকে ৬টি মোবাইল ফোন ও ৫ লাখ রুপি উদ্ধার করেছে তারা।
বেঙ্গালুরুর পুট্টেনাহল্লি, কোনানাকুন্তে এবং বাইতরণায়ণপুর এলাকায় মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার সময় তাদের চারজনকে আটক করে সিসিবি। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার (জেট সিপি) সন্দীপ পাতিল।
তিনি বলেছেন, আইপিএল চলাকালীন সময়ে ক্রিকেট নিয়ে জুয়া খেলার সময় চারজনকে আটক করেছে সিসিবি। সেই সঙ্গে তাদের কাছে থেকে ৫ লাখ রুপি জব্দ করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হয়েছে আইপিএলের ১৩তম আসর। দেশের বাইরে টুর্নামেন্ট আয়োজন করলেও এবারের আসরকে ফিক্সিং মুক্ত রাখার চেষ্টা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ চলাকালীন সময়ে আরবের মাটিতে জুয়াড়িরা প্রভাব বিস্তার না করতে পারলেও থেমে নেই তারা। ইতোমধ্যে তারা এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব পাঠিয়েছিল। এই ঘটনার তদন্ত করছে বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।