জুমবাংলা ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো উড়ে গিয়েছে ভারত। মূলত ব্যাটিং ব্যর্থতায় এই টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো হারের তেতো স্বাদ পেয়েছে তারা। অনেকেরই ধারণা, ম্যারাথন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণেই টেস্টে ব্যর্থ হয়েছেন রোহিত-কোহলিরা।
তবে আইপিএল নিয়ে খানিকটা ভিন্ন সুরেই কথা বলেছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার কথায়, আইপিএলে শিরোপা জেতা বিশ্বকাপের চেয়েও কঠিন।
আইপিএল ঘিরে যখন নানামুখী আলোচনা-সমালোচনা, ঠিক তখনই এমন মন্তব্য করলেন ভারতের সাবেক অধিনায়ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আইপিএল জেতা সহজ কোনো কাজ নয়। কারণ, এটি বেশ কঠিন একটি টুর্নামেন্ট। আইপিএল জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন। এখানে ১৪টি ম্যাচ খেলার পর প্লে-অফে যেতে হয়। বিশ্বকাপে হয়তো ৪ থেকে ৫ ম্যাচ খেলেই সেমিফাইনাল যাওয়া যায়। আইপিএলে চ্যাম্পিয়ন হতে হলে ১৭টি ম্যাচ খেলতে হয়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারলেও এখনো রোহিতের শর্মার দলের ওপর পূর্ণ বিশ্বাসের কথা জানালেন কিংবদন্তি এ ক্রিকেটার। সৌরভের মতে, বিরাটের পর একজন অধিনায়ক দরকার ছিল এবং তখন রোহিতই ছিল সেরা পছন্দ। সে পাঁচটি আইপিএলের শিরোপা জিতেছে। আন্তর্জাতিক পর্যায়েও বেশ ভালো করেছে। সে সেরা অধিনায়ক।
সাবেক এ অধিনায়ক আরো যোগ করেন, দুই বছর আগেও আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিলাম। সেবার আমরা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।