আইপিএল থেকে দেশে ফিরেছেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে। সর্বশেষ দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাসও। তবে আইপিএল খেলতে ভারতে থাকা টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ফিরলেন দেশে।

ভারত থেকে বুধবার বিকেল ৩টা ১৫ মিনিটে স্বস্ত্রীক দেশে ফেরেন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে ইংল্যান্ডের পথ ধরবেন মুস্তাফিজ। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন লিটন দাস। রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে করে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন লিটন।
দেশ ছাড়ার সময় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিজের ছবি শেয়ার করে ক্যাপশানে লিটন লিখেছেন, ইংল্যান্ডে যাচ্ছি, আমাকে আপনার প্রার্থনায় রাখবেন।

মূল সিরিজে মাঠে নামার আগে চেমসফোর্ডে আগামী ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল।

মেসিদের বাংলাদেশ সফর দিয়ে দুঃসংবাদ