স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর থেকে ব্যক্তিগত কারণে নিজের নাম সরিয়ে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসার লাসিথ মালিঙ্গা।
মুম্বাই ইন্ডিয়ান্স বুধবার (২ সেপ্টম্বর) জানায়, ব্যক্তিগত কারণে মালিঙ্গা এই মৌসুমের আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সময়টা শ্রীলঙ্কায় তার পরিবারের সঙ্গে কাটাতে চান। মুম্বাই ইন্ডিয়ান্স তার এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানাচ্ছে। মালিঙ্গার বদলি হিসেবে মুম্বাই এবারের আইপিএলে দলে টেনেছে অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিসনকে। আর দুবাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে শিগগিরই যোগ দেবেন প্যাটিসন।
এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি জানান, লাসিথ লিজেন্ড। মুম্বাই ইন্ডিয়ান্সে আমাদের বড় শক্তি সে। কোনও সন্দেহ নেই আমরা তাকে পুরো মৌসুমে মিস করবো। তবে এই সময়টায় তিনি পরিবারের পাশে থাকার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাকে আমরা পুরো মাত্রায় সমর্থন করি।
প্রসঙ্গত, আগামী ৪ সেপ্টেম্বর ৩৭তম জন্মদিনের কেক কাটবেন মালিঙ্গা। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক এই শ্রীলঙ্কান পেসার। আইপিএলের ১২২টি ম্যাচে তার শিকার ১৭০ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।