স্পোর্টস ডেস্ক : এবছর আইপিএল না হলে ৫০ মিলিয়ন ডলারেরও বেশি লোকসান হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এমন আশঙ্কার কথাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। তবে, এই শঙ্কার মুখেও, ক্রিকেটারদের বেতন কাটার বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
ক্রিকেটের প্রত্যাবর্তনে চলছে জোর চেষ্টা। তবে সব আসর নয়, অর্থনৈতিকভাবে লাভজনক টুর্নামেন্ট, সিরিজ কিংবা ফ্র্যাঞ্চাইজি আসর আয়োজনেই আগ্রহ বেশি আইসিসি ও প্রভাবশালী বোর্ডগুলোর। সে হিসেবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি প্রাধান্য পাচ্ছে ভারতীয় প্রিমিয়ার লিগ-আইপিএল।
পূর্বনির্ধারিত ২৯ মার্চ আইপিএল মাঠে গড়ানো সম্ভব হয়নি। বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এ বছর আয়োজন নিয়েই রয়েছে সংশয়। কিন্তু, সেটা হলে বিরাট অঙ্কের ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এতোদিন অন্য বোর্ডগুলোর মতো সংকটের কথা না বললেও, এবার বিসিসিআইয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিশেষ করে আইপিএল নিয়ে ভাবনা দিন দিন বাড়ছে।
কোষাধ্যক্ষ অরুন ধুমাল বলেন, ফেরানো যাবে কিনা, জানিনা। আইপিএল না হলে বড় ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। যার পরিমাণ হতে পারে ৪০ বিলিয়ন রুপি বা ৫৩০ মিলিয়ন ডলার।
স্টার স্পোর্টসের সঙ্গে ৫ বছরের জন্য ২০২২ সাল পর্যন্ত ২২০ মিলিয়ন ডলার সম্প্রচার স্বত্বের চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। তবে, শুধু এ বছরই ৪০০ মিলিয়ন ডলার রাজস্বের টার্গেট ছিলো স্টারের। যার বড় একটি অংশ আসতো আইপিএল থেকে। ভারতের জিডিপিতে প্রতিবছর ১১ বিলিয়ন ডলারের বেশি যোগ হয় এই আইপিএলের মাধ্যমেই। তাই শুধু বোর্ডই নয়, যেকোনো মূল্যে আসর আয়োজনে মরিয়া সরকার, সম্প্রচার প্রতিষ্ঠান, স্পন্সর ও ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে, দিন দিন গুরুতর হতে থাকা করোনা পরিস্থিতিতে সেটা সম্ভব না হলে যে আর্থিক ক্ষতি হবে, তা কিভাবে সামাল দেবে বোর্ড? অস্ট্রেলিয়া সহ একাধিক বোর্ডই খেলোয়াড় ও স্টাফদের বেতন কাটলেও, ভারত এখনো সে পথে হাঁটেনি। কিন্তু, কতোদিন বেতনের পুরোটা পাবেন কোহলি-রোহিতরা, সেটা যে এখন বড় প্রশ্ন।
অরুন বলেন, কি পরিমাণ লোকসান হতে পারে, তা বের করার চেষ্টা করছি। আমাদের যদি একটা ধারণা থাকে, তাহলে প্রস্তুতি নেয়া সহজ হবে। বেতন কাটার বিষয়টা আমরা সবশেষে বিবেচনা করবো।
সার্বিক বিষয় নিয়ে সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বিসিসিআইয়ের। এরইমধ্যে আইপিএল আয়োজনে আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। অবশ্য এ নিয়ে সৌরভ গাঙ্গুলির বোর্ডের মনোভাব এখনো জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।