স্পোর্টস ডেস্ক : বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া৷ কিন্তু ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ বাঁচানোর থেকে বিরাটদের নজর এখন ত্রয়োদশ আইপিএল নিলামের দিকে৷ নিলামের আগে আরসিবি ফ্যানেদের উদেশ্যে বার্তা দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ক্যাপ্টেন বিরাট কোহলি৷
বৃহস্পতিবার কলকাতায় বসছে আইপিএল নিলামের আসর৷ গত ১২ বছরে একবারও ট্রফি হাত লাগেনি রয়্যাল চ্যালেঞ্জার্সের৷ গত আইপিএলে ফাইনালে উঠলেও শেষরক্ষা হয়নি৷ রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে৷
এবার তাই নিলাম শুরু আগে এত বছর ধরে পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানালেন ক্যাপ্টেন কোহলি৷ মঙ্গলবার এক ভিডিও বার্তায় সমর্থকদের উদেশ্যে আরসিবি ক্যাপ্টেন বলেন, ‘১০ বছর ধরে তোমরা আমাদের যে ভালোবাসা দিয়েছে, তা ভোলার নয়৷ আশা করি এবারও আমাদের পাশে থাকবে৷ টিম ম্যানেজমেন্ট তোমাদের ট্রফি দেওয়ার জন্যই দল তৈরি করবে৷’
আরসিবি ফ্যানেদের উদেশ্যে বিরাট বলেন, ‘টিম তৈরির আগে আমরা বেশ কয়কেবার আলোচনা করেছি৷ কথা দিচ্ছি, এবার সব দিক থেকেই শক্তিশালী দল গড়বে৷ আশা করি ২০২০টা আমাদের ভালো যাবে৷ দলের সঙ্গে থাকুন৷ তোমাদের সমর্থন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান৷ অসংখ্য ধন্যবাদ৷ ১৯ ডিসেম্বর নিলামের দিকে আমি তাকিয়ে রয়েছি৷’
আরসিবি এবার ১৩ জন খেলোয়াড়কে ধরে রেখেছে৷ এর মধ্যে মাত্র দু’জন বিদেশি রয়েছে৷ নিলামে ১২জন ক্রিকেটার কিনতে পারবে বিরাটের দল৷ এর জন্য আরসিবি-র হাতে রয়েছে ২৭.৯০ কোটি টাকা৷ নিলামের আগের দিন অর্থাৎ বুধবার বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে খেলতে নামছে বিরাট বাহিনী৷ চেন্নাইয়ে প্রথম ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই চাপে রয়েছে কোহলি অ্যান্ড কোং৷ কারণ বুধবার হারলেই ঘরের মাঠে ক্যারিবিয়ানদের সিরিজ খোয়াবে টিম ইন্ডিয়া৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।