আসন্ন ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ক্রিকেট আসরের নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট আয়োজকরা। প্রাথমিকভাবে দেশি-বিদেশি মিলিয়ে ৯৯৭ জন ক্রিকেটার নিবন্ধন করলেও, নিলামের জন্য ৩৩২ জনের নাম চূড়ান্ত করেছে আইপিএল আয়োজকরা।
আর এই চূড়ান্ত তালিকায় মুশফিকুর রহীমের নাম থাকার খবর জানা গিয়েছিল আগেই। অপেক্ষা ছিলো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের। আজ ১৩ ডিসেম্বর শুক্রবার তালিকাটি প্রকাশ হতেই জানা গেলো মুশফিকসহ বাংলাদেশের মোট ৫ জন ক্রিকেটার রয়েছেন আইপিএলের নিলামে।
এরা হলেন- মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হতে যাওয়া আইপিএল নিলামে উঠবে তাদের নাম। ফ্র্যাঞ্চাইজিদের ইচ্ছার ওপর ভিত্তি করে দল পাবেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


