স্পোর্টস ডেস্ক: করোনা পরবর্তী সময়ে ভারতে খেলাধূলা হলে তা দর্শকশূন্য স্টেডিয়ামে হবে। অদূর ভবিষ্যতে ভারতে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনাও নেই। এমনই মন্তব্য করলেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।
তাই এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হলেও, তা হবে ক্লোজড ডোরে আয়োজন করতে হবে। এমনটিই ইঙ্গিত মিলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু্র কথায়।
সম্প্রতি লকডাউনের মাঝে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু জানান, একটা স্পোর্টিং ইভেন্টের জন্য আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে পারি না।
তিনি আরও বলেন, খেলা কীভাবে শুরু করা যায় সেটা নিয়ে আমরা বেশ কিছু দিন ধরেই চিন্তা-ভাবনা করছি। তবে খেলা শুরু করার আগে অনুশীলনের ব্যবস্থা করতে হবে। তবে এই ধরণের পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি কোনও টুর্নামেন্ট শুরু করা যাবে না।
এদিকে দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল আয়োজনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।