স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় আয়োজিত চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিতে বাধ্য হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (আইসিসি)।
গেল মার্চে করোনার প্রাদুর্ভাবে ক্রিকেট বন্ধ হয়ে যাবার পর থেকেই জল ঘোলা হতে থাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আয়োজন নিয়ে।
কিন্তু সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার পর আইপিএলের পথ পুরোপুরি পরিষ্কার হয়ে যায়।
আর এ নিয়ে মঙ্গলবার (২১ জুলাই) আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ভারতীয় গণমাধ্যমের কাছে জানিয়েছেন, আইপিএল গভর্নিং কাউন্সিল আগামী ৭-১০ দিনের ভেতর সভা করে আনুষ্ঠানিক ঘোষণা দিবে চলতি বছরের আসর সম্পর্কে।
সেই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, ভারত সরকারের কাছে আইপিএলের আয়োজনের বিষয়ে ইতোমধ্যে অনুমতি চাওয়া হয়েছে।
প্যাটেল বলেন, আগামী ৭-১০ দিনের ভেতর গভর্নিং কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে টুর্নামেন্টটির চূড়ান্ত সূচী নিয়ে আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, সেপ্টেম্বর পর্যন্ত আমরা আমাদের দেশের করোনা পরিস্থিতি দেখবো। পরিস্থিতি স্বাভাবিক না হলে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি আয়োজন করবো আমরা। এই বিষয়ে সরকারের থেকে অনুমতি পাওয়া অত্যাবশ্যক।
প্রসঙ্গত, গভর্নিং বডির অস্থায়ী সূচী অনুযায়ী সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ সেপ্টেম্বরে পর্দা উঠবে আইপিএলের ১৩তম আসরের। আর ৮ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। অর্থাৎ এ বছরের আইপিএলের আসরটি হবে ৪৪ দিনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।