স্পোর্টস ডেস্ক: ভারতের ফ্রাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বিশ্বকাপের ছোট সংস্করণ বলে মনে করেন অস্ট্রেলিয়ার তারকা স্পিন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
করোনাভাইরাসের কারণে এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার পর আইপিএল খেলার জন্য রীতিমতো মুখিয়ে আছেন ম্যাক্সওয়েল। নিজ দেশের সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেছেন, বিশ্বের সেরা ক্রিকেটাররা এখানে খেলতে আসে। আমার কাছে তো আইপিএল ছোট সংস্করণের বিশ্বকাপ বলে মনে হয়। এবার যত তাড়াতাড়ি খেলা শুরু হবে, মাঠে নামতে পারব।
এবছর কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠ মাতাবেন ম্যাক্সওয়েল। বিশ্বক্রিকেটে ম্যাড ম্যাক্স নামে পরিচিত এই তারকা জানিয়েছেন, কী নিয়মাবলির মধ্যে ম্যাচ খেলতে হবে এবং আইপিএল শুরুর আগে কত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেই বিষয়গুলো দ্রুত জেনে গেলে ম্যাচের জন্য দ্রুত তৈরি হওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।