আইফোন ১৩ তৈরির জন্য আইপ্যাডের উৎপাদন কমিয়েছে শীর্ষ টেক জায়ান্ট অ্যাপল। বৈশ্বিক চিপ ঘাটতির প্রভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই।
সংবাদমাধ্যমটি বলছে, গত দুই মাস ধরে আইপ্যাডের উৎপাদন কমিয়ে দিয়েছে অ্যাপল। বলা হচ্ছে, আইফোন ১৩ তৈরিতে অন্যান্য আইফোনেরও সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
এশিয়ায় কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং বছরের দ্বিতীয়ার্ধে উচ্চ চাহিদার কারণে আইফোন ১৩ উৎপাদনে বাধাগ্রস্ত হয়। অ্যাপল তার বৃহৎ ক্রয়ক্ষমতা ও চিপবিক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করেছে। এ কারণে বছরের তৃতীয় প্রান্তিকে তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় শেয়ারবাজারে এগিয়ে।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে নিক্কেইর প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা বাজারগুলো মহামারি থেকে বেরিয়ে আসতে শুরু করায় আইফোন ১৩-এর উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে। কারণ এটি আইপ্যাডের তুলনায় স্মার্টফোনের চাহিদা বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।