বিনোদন ডেস্ক : প্রত্যেক বছরের মতো এবারও মুম্বাইতে আয়োজন করা হয় আইফা। যেখানে হাজির হন বলিউডের তাবড় অভিনেতারা। সালমান খান থেকে শুরু করে রণবীর সিং কিংবা দীপিকা পাডুকন, ক্যাটরিনা কাইফ কিংবা আলিয়া ভাট,প্রত্যেকে হাজির হন আইফার গ্ল্যামারাস অনুষ্ঠানে।
Advertisement
আইফায় হাজির হয়ে প্রত্যেক বছরের মতো এবারও মঞ্চে নজর কাড়লেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, মাধুরী দিক্ষীতরা। বলিউডের তাবড় অভিনেতাদের মতো এবার আইফার মঞ্চে সবার নজর কাড়েন সারা আলি খান। এ বছরই প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে আইফায় হাজির হন সাইফ-কন্যা। সেখানেই সারাকে দেখা যায় একেবারে অন্যরকম লুকে।
চির পরিচিত ঢঙে আইফার মঞ্চে নিজের সেরাটা তুলে ধরেন সালমান খান
ঠাগস অফ হিন্দোস্তান-এর গানে কোমর দোলাতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।
গলি বয়-এর গানে নাচতে গিয়ে নিজেই র্যাপ করতে শুরু করেন রণবীর সিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।