সম্প্রতি নিলামে একটি আইফোনের দাম উঠেছে ৮৬ হাজার ১ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৭৩ লাখ ৭৮ হাজারের বেশি।
বিশেষ এই আইফোনটির বিশেষত্ব হলো- এটিতে ইউএসবি-সি পোর্ট যুক্ত করা হয়েছে। তবে কাজটি অ্যাপলের পক্ষ থেকে করা হয়নি, কেন পিলোনেল নামের একজন প্রকৌশল শিক্ষার্থী তার নিজের আইফোন এক্সটি বিশেষভাবে মোডিফাই করেছিলেন।
কেন পিলোনেল জানান, ফোনটি রিস্টোর, আপডেট বা কোনো কিছু ইরেজ করা যাবে না। এ কারণে বলা হচ্ছে, ফোনটি যিনি কিনবেন তিনি ফোনটি কখনও নিজের মতো করে ব্যবহার করতে পারবেন না। ব্যাপারটা অনেকটা অন্যের ফোন ব্যবহার করার মতো।
অন্য আইফোনের সাথে এ ফোনটা পার্থক্য কেবল এটুকুই যে এটাতে একটা ইউএসবি-সি পোর্ট যুক্ত করা হয়েছে।
ই-কমার্স প্রতিষ্ঠান ইবেতে ১ নভেম্বর নিলামে তোলা হয় ফোনটি, যা শেষ হয় গত ১১ নভেম্বর। নিলামের সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত এর সর্বোচ্চ দাম উঠেছিল ৮৬ হাজার ডলার।
একদম শেষ মুহূর্তে একজন ৮৬ হাজার ১ ডলার দাম হাঁকলে শেষ পর্যন্ত তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে ৪ নভেম্বরের মধ্যে ফোনটির সর্বোচ্চ দাম ওঠে ৯৯ হাজার ৯০০ ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।