বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বুধবার, ৭ সেপ্টেম্বর নির্ধারিত এক বার্ষিক ইভেন্টে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস উন্মোচন করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। নতুন ফ্ল্যাগশিপ ফোন বাজারে আসার সাথে সাথেই মার্কিন সংস্থাটি চারটি জনপ্রিয় পুরোনো আইফোনের মডেল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। খবর গিজমো চীনা।
এরমধ্যে রয়েছে ২০২১ সালে বাজারে আসা আইফোন ১৩ সিরিজের দুটি ফোন, আইফোন ১৩ প্রো ও ১৩ প্রো ম্যাক্স। পাশাপাশি ২০২০ সালে আসা আইফোন ১২ মিনি বন্ধ করে দিয়েছে সংস্থাটি। এটি আইফোনের প্রথম ফাইভজি ফোনের মধ্যে একটি। এছাড়া জনপ্রিয় আইফোন ১১ সিরিজও বিক্রি বন্ধ করে দিয়েছে অ্যাপল।
জানা গেছে, মডেল চারটির উৎপাদন বন্ধ করা হয়েছে। তবে উৎপাদন বন্ধ হলেও স্টক যতদিন থাকবে ততদিন বাজারে পাওয়া যাবে।
অ্যাপল ফোনগুলোর উৎপাদন এবং বিক্রি বন্ধ হলেও সফটওয়্যার আপগ্রেড করার সুযোগ থাকবে।
বর্তমানে অ্যাপলের লাইনআপে ৬টি আইফোন রয়েছে, যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে। পণ্যগুলো হলো-আইফোন এসই, ১২, ১৩, ১৩ মিনি, ১৪ এবং ১৪ প্লাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।