আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কত না কিছু ভাইরাল হচ্ছে। মানুষ, পশু-পাখি সহ সবকিছুর কেরামতি তুলে ধরছে এই সোশ্যাল মিডিয়া। তবে সম্প্রতি এক টিয়াপাখির নিখুঁত শব্দ অনুকরণে ছেঁয়ে গেল সোশ্যাল মিডিয়া।
সকল পাখিদের মধ্যে টিয়াপাখি যে শব্দ অনুসরণ করে তা তো আমরা জানিই কিন্তু এই টিয়াপাখি যেন অনুসরণে ওস্তাদ। সে এমনি কোন কথা নয় অনুসরণ করে ফেলেছে এক্কেবারে আই ফোনের রিংটোন এর শব্দ।
টিয়াপাখিটির নাম “গুচি”। ব্যাঙ্গালোরে তার নিবাস। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে টিয়াপাখি কথা বলায় সাবলীল। সে অতি অনায়াসেই তুলে ফেলেছে আই ফোনের রিংটোন। এই ছোট্ট পাখিটি অতি নিখুঁতভাবে অনুসরণ করে তুলে ফেলেছে সেই সুর, যা দেখে নেটিজেনেরা হতবাক। অনেক টিয়াপাখি কথা বলে বা শব্দ অনুসরণ করে কিন্তু এই পাখিটির মতো অনুসরণ করা খুব কমই দেখা যায়।
ভিডিওটি “গুচি গৌরা” নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টিতে “Vosmaeri Eclectus” এর ভিডিও এবং ছবি পোস্ট করা হয়। দেবরাজ ও হর্ষিদ এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টি চালান। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা চোখের নিমিষে ভাইরাল হয়ে যায়।
এই লাল রঙের ছোট্ট লেজযুক্ত টিয়াপাখিটি আজ বিশ্ব জুড়ে পরিচিত সকলের কাছে। সকলেই তাঁর অনুকরণে মুগ্ধ। এটি কোন ভারতীয় প্রজাতি নয়, একটি হলো “ক্যাপটিভ ব্রেড”। যদিও ভারতের আইন অনুযায়ী কোন ভারতীয় প্রজাতির পাখিকেকে বন্দি করে রাখা দণ্ডনীয় অপরাধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।