বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কয়েকদিন আগেই আইফোন ১৩ এসেছে বাজারে। নতুন সব ফিচারের জন্য ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এরই মধ্যে। ১৩ বাজারে আসার পর থেকেই জল্পনা কল্পনা শুরু হয়েছে আইফোন ১৪ নিয়ে। সেই পালে এবার বাতাস দিল স্বয়ং আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।
বাজারে আসার আগেই আইফোন ১৪-র ফিচার্স ফাঁস হয়েছে। ১৪ কি শিগগিরই পাওয়া যাবে? এমনই জল্পনা চলছে চারদিকে। অ্যাপল আইফোন বাজারে আনার পর থেকেই তারা চার্জিং এবং ডেটা স্থানান্তরের জন্য নিজস্ব পোর্ট ব্যবহার করছে আসছে। তবে অবশেষে নতুন আইফোনে ব্যবহার হতে পারে টাইপ-সি পোর্ট চার্জার। যদিও বিষয়টি এখনও অ্যাপলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
অ্যাপল ট্র্যাকার আইড্রপ জানিয়েছে, আইফোন ১৪ মডেলের ফোনগুলো অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ দেওয়া যাবে! জানা গেছে, আইফোন ১৪ প্রো মডেলে থাকবে টাইপ-সি পোর্ট, যা দিয়ে চার্জিং ও ডেটা ট্রান্সফার করা যাবে। আইফোন ১২ সিরিজেও এ ধরনের চার্জিং পোর্ট দেওয়া হয়েছিল।
মাঝে শুধু আইফোন ১৩ সিরিজে কোম্পানি চার্জিংয়ের জন্য একটি লাইটনিং পোর্ট দেয়। তবে আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেল দুটির জন্য প্রোরেজ ভিডিও রেকর্ডিং মোড নিয়ে হাজির হয়েছে আইফোন। এতে প্রায় এক মিনিটেরও বেশি সময় ফাইলের মেমোরি অধিগ্রহণ করে বসে থাকে। তাই দ্রুত ফাইল স্থানান্তরের জন্য নতুন আইফোনে প্রো মডেলে সাধারণ ইউএসবি-টাইপ সি পোর্ট ব্যবহার করার পরিকল্পনা করছে অ্যাপল।
অ্যাপল ট্র্যাকার আইড্রপ-এর প্রতিবেদনের বরাত দিয়ে আরও বলা হয়েছে, মাঝে আইফোন ১৩ সিরিজে কোম্পানি চার্জিংয়ের জন্য একটি লাইটনিং পোর্ট দেয়। এবার আইফোন ১৪ সিরিজে লাইটনিং পোর্টের পরিবর্তে টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়ার পরিকল্পনা করছে অ্যাপল। আইফোন ১৪ মডেলের ফোনগুলো অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ দেওয়া যাবে! এমনকি আইফোন ১৪ প্রো মডেলে থাকবে টাইপ-সি পোর্ট। যা দিয়ে চার্জিং ও ডাটা ট্রান্সফার করা যাবে।
আইফোন ১৪ প্রো-র চার্জিং পোর্ট সংক্রান্ত আইড্রপ-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিষয়টির সঙ্গে পরিচিত বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে এই টাইপ-সি চার্জিং সংক্রান্ত তথ্য সম্পর্কে জানা গিয়েছে। তবে তারা নাম প্রকাশে অনিচ্ছুক।
শাওমি, ওয়ানপ্লাস, ওপ্পো এবং অন্যরা এই ফাস্ট চার্জিং প্রযুক্তিতে অনেকটাই এগিয়ে গেছে। প্রযুক্তি বাজারে টিকে থাকতে পরবর্তী আইফোনেও ইউএসবি টাইপ-সি পোর্টই দেওয়া হবে বলে ধারণা করা যাচ্ছে। নতুন আইফোনের ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটি ২৫ ওয়াট পর্যন্ত বাড়াচ্ছে অ্যাপল।
গত বছরেও অ্যাপল তার আইপ্যাডে ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়েছে। পাশাপাশি এ বছরের আইপ্যাড মডেল আইপ্যাড মিনি ৬ এবং এম১ পাওয়ার্ড আইপ্যাড প্রো মডেলে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট এবং একটি ডিসেন্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।
কয়েক মাস আগে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছিল, বিশ্বব্যাপী ই-বর্জ্যের দূষণ কমাতে সব মোবাইল কোম্পানিকে টাইপ-সি পোর্ট চার্জার তৈরি করা উচিত। তবে এর বিরোধিতা করেছিল অ্যাপল। তাদের ভাষ্য ছিল এর মাধ্যমে প্রযুক্তি জগতে উদ্ভাবনী প্রতিযোগিতা কমে যাবে।
সূত্র: নিউজ১৮
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।