এখন পর্যন্ত অ্যাপল যত আইফোন বাজারে এনেছে তার মধ্যে সবচেয়ে পাতলা হচ্ছে আইফোন এয়ার। মাত্র ১৬৫ গ্রাম ওজনের আইফোনটি পালকের মতো হালকা। পুরুত্ব মাত্র ৫.৬ মিলিমিটার। আইফোনটি তৈরি করা হয়েছে ৮০ শতাংশ রিসাইকেলড টাইটেনিয়াম দিয়ে।
সামনে ও পেছনে দুই দিকেই রয়েছে প্রো-সিরামিক শিল্ড। পাতলা হলেও এর ব্যাটারি ২৪ ঘণ্টা সচল থাকবে। ৬.৫ ইঞ্চির আইফোনে এসব সুবিধা যুক্ত করার পেছনে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ আবিদুর চৌধুরী। তিনি ২০১৯ সাল থেকে অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করছেন।
আইফোন এয়ারের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুরগত সপ্তাহে কুপারটিনোতে অনুষ্ঠিত ‘অও ড্রপিং’ ইভেন্টে আইফোন এয়ারের নকশাকার হিসেবে তাঁর নাম ও পদবি মঞ্চের স্ক্রিনে ভেসে ওঠে। ভিডিও প্রেজেন্টেশনে শোনা যায় তাঁর কণ্ঠ। তিনি বলেন, ‘আমরা এমন একটি আইফোন বানাতে চেয়েছি, যাকে এক টুকরা ভবিষ্যৎ বলে মনে হয়। আইফোনটি আগের মডেলের তুলনায় এক-তৃতীয়াংশ পাতলা।
ছোট ব্যাটারির পরেও বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সারা দিন ব্যাটারি লাইফ নিশ্চিত করা যাবে।’ অ্যাপল এয়ারের ক্যামেরা, চিপসেট ও সিস্টেম মডিউল বসাতে ক্যামেরা প্ল্যাটু রিডিজাইন করতে হয়েছে। আইফোনটির পেছনের অংশে থাকা ক্যামেরার নকশার একটি বিশেষ বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। এই নকশায় ক্যামেরার মডিউলগুলো একটি উঁচু থাকে। মালভূমি বা ‘প্ল্যাটু’র মতো অংশে ক্যামেরা স্থাপন করা থাকে।
এটিই ‘ক্যামেরা প্ল্যাটু’ নকশা নামে পরিচিত। অবশিষ্ট জায়গা ব্যবহার করা হয়েছে উচ্চ ঘনত্বের ব্যাটারি স্থাপনের জন্য। বিগত বছরের ইভেন্টগুলোতে শুধু উচ্চপদস্থ নির্বাহী কর্মকর্তাদের নামই শুধু দেখা যেত। ধারণা করা হচ্ছে, এবার সৃজনশীলতাকে প্রধান্য দিতেই আবিদ চৌধুরীর নাম সামনে এনেছে অ্যাপল। আইফোন এয়ার উন্মোচনের পর থেকেই দেশি-বিদেশি সংবাদমাধ্যমের নজরে পড়েছেন আবিদুর চৌধুরী। এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও ইন্ডিয়া ডটকম তাঁকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
কে এই আবিদুর চৌধুরী : লন্ডনে জন্ম নেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ। যুক্তরাজ্যে বড় হলেও এখন তিনি স্যান ফ্রান্সিসকোর বাসিন্দা। লিংকড ইন প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি সমস্যার সমাধান করতে পছন্দ করেন এবং নতুন নতুন বিষয় শিখতে ভালোবাসেন। লেখাপড়া করেছেন যুক্তরাজ্যের লাফবারো বিশ্ববিদ্যালয়ে। লেখাপড়ার বিষয় ছিল ‘প্রোডাক্ট ডিজাইন ও টেকনোলজি’। শিক্ষার্থী থাকা অবস্থায়ই অর্জন করেছেন মর্যাদাপূর্ণ কয়েকটি পুরস্কার। সূত্র : লিংকড ইন, টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।