বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ট্রু-কলার। যার মাধ্যমে অপরিচিত নম্বর থেকে ফোন এলেও সহজেই ধরে ফেলা যায় কে রয়েছেন ওপ্রান্ত। তবে আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা পেতেন বেশি। এবার আইফোন ইউজারদের জন্য আকর্ষণীয় ফিচার আনছে ট্রু-কলার। আসছে, ‘অটো ব্লক স্প্যাম’ অপশন।
ব্যাপারটা ঠিক কী? ট্রু কলারের কাজই হল অপরিচিত নম্বর থেকে আসা ফোনকে শনাক্ত করা। নয়া এই ‘অটো ব্লক স্প্যাম’ ফিচার এবার শুধু শনাক্তই নয়, ব্লক করে দেবে অপরিচিত স্প্যাম নম্বরগুলোকে। ফলে দিনভর ভুয়ো ও বিভ্রান্তিকর ফোন কল নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না আইফোন ব্যবহারকারীদের। কিন্তু কীভাবে বুঝবেন কোন কলগুলো ব্লক করেছে অ্যাপ? জানা গিয়েছে, কল লগে মিসড কল হিসেবে দেখাবে এই স্প্যাম ফোনগুলোকে। পাশে লেখা দেখাবে, স্ক্যামার বা ফ্রড।
প্রসঙ্গত, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ট্রু কলারের একাধিক ফিচারের সুবিধা পান। যেমন, ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ারের অপশন। ট্রু কলারে রয়েছে মেসেজ পাসওয়ার্ড দিয়ে লক করার ব্যবস্থা। ট্রু কলারে রয়েছে ‘কল রিসন’ ফিচার। এর মাধ্যমে ফোন করার কারণ জানাতে পারেন ব্যবহারকারী।
সেক্ষেত্রে ডিসপ্লেতে ভেসে উঠবে ফোন করার কারণ।ট্রু কলারের রিমাইন্ডার ফিচার আপনাকে মনে করিয়ে দিতে পারে বিল পেমেন্ট-সহ একাধিক বিষয়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।