অ্যাপল যখন আইফোন এইট প্লাস স্মার্টফোনটি বাজারে রিলিজ করেছিল এরপর থেকে আর কোন মডেলের পরে প্লাস শব্দটি যোগ করা হয়নি। প্রো এবং প্রো-ম্যাক্স এই শব্দগুলি যুক্ত করা হয়েছিল। আইফোন ১৪ এর চারটি মডেল বাজারে রিলিজ করা হচ্ছে। কোনটির শেষে প্লাস শব্দটি শোনা যাচ্ছে না। তবে একটি কোরিয়ান মিডিয়া দাবি করে যে আইফোন ১৪ প্লাস নামে একটি মডেল বাজারে আসবে।
আইফোন প্লাস মডেল যেটি বাজারে আসতে পারে সেটির ডিসপ্লে 6.7 ইঞ্চি হওয়ার সম্ভাবনা বেশি এবং এটিকে নন প্রো মডেল বলা হচ্ছে। আমরা যেটি আইফোন ১৪ ম্যাক্স বলছি সম্ভবত সেটা আইফোন ১৪ প্লাস হিসেবে বাজারে আসতে পারে।
ক্রেতারা মনে করে আইফোন ১৪ ম্যাক্স শব্দটি থেকে আইফোন ১৪ প্লাস; এই নামে মডেলটি হলে সবথেকে বেশি ভালো হবে। আইফোন ১৪ প্লাস নামে মডেলটি বাজার আসলে সেটি সব থেকে বেশি যুক্তিসঙ্গত হবে। তবে এটির ডিসপ্লে কি নচ ডিসপ্লে হবে নাকি দুটি হোল থাকবে; এই টাইপের ডিজাইন হবে সেটা এখনো নিশ্চিত নয়।
নন প্রো মডেলে রেগুলার ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। তবে প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকবে। তবে এটি নিশ্চিত করে বলা যায় যে iphone ১৪ এর mas production শুরু হয়েছে। স্মার্টফোনটির নানা যন্ত্রনাংশ প্রয়োজনীয় জায়গায় শিপিং করা হচ্ছে। এটির ডিসপ্লের জন্য OLED প্যানেলের পার্টস ফ্যাক্টরিতে সাপ্লাই করা হয়েছে।
তবে আইফোন ১৪ সিরিজের দাম তার আগের মডেল গুলো থেকে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। স্মার্ট ফোন তৈরি করার কাঁচামাল এবং মূল্যস্ফীতি সবকিছু মিলিয়ে বাজারে আইফোনের দাম বৃদ্ধি পেলেও অবাক হওয়ার কিছু নেই। অন্যান্য স্মার্টফোনের দাম ১০% বৃদ্ধি পেয়েছে। কাজেই আইফোনের নতুন মডেল গুলির দামও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।