অ্যাপল তার আইফোন ১৪ সিরিজের স্মার্টফোন মার্কেটে রিলিজ দেওয়ার পর ডায়নামিক আইসল্যান্ড এর ফিচার নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে। যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে তারাও এ ফিচারটি অনেক পছন্দ করেছেন।
বর্তমানে এন্ড্রয়েড এর জন্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাইনামিক আইল্যান্ডের ফিচারটি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। রিয়ালমি ব্র্যান্ড তাদের কাস্টমারদের উপর জরিপ পরিচালনা করে দেখতে চাইছে যে কাস্টমাররা ডায়নামিক ফিচারটি পেতে আগ্রহ কিনা।
আপনি প্লে-স্টোর থেকে DynamicSpot অ্যাপটি ডাউনলোড করে নিন। এরপর আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। ওপেন করার পর প্রথম পেজে নেক্সট বাটন দেখতে পারবেন। এই নেক্সট অপশনে প্রেস করুন।
যেসব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি পারমিশন দিতে চান, যেন নোটিফিকেশন আসতে পারে তা নির্ধারণ করে দিন। পারমিশন দেয়ার পর নির্ধারিত অ্যাপ্লিকেশন থেকে নিয়মিত নোটিফিকেশন ডাইনামিক বক্সে দেখতে পারবেন।
এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি বেশকিছু অপশন ও ফিচার দেখতে পারবেন। ডায়নামিক বক্সে যেসব পপ-আপ দেখা যাবে তার সাইজ ও স্টাইল কেমন হবে সেটা নির্ধারণ করার অপশন এই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। নিচে ‘Done’ বাটনে প্রেস করে ফেলুন।
ডায়নামিক স্পট অ্যাপটি ফোনের নচ বা পিল ডিজাইনের স্ক্রিনের সাথে মানিয়ে চলতে সক্ষম। অ্যাপের সেটিং থেকে অপশনে প্রবেশ করুন। আপনি এখানে তিনটি স্লাইডার দেখতে পারবেন। এসব স্লাইডারের মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন যে ডাইনামিক বক্সটি ফোনের স্ক্রিনে উপরের দিকে কীভবে দেখাবে।
শুধু এখানেই শেষ নয়, আপনি ডাইনামিক আইসল্যান্ডের বিহেভিয়ার কনফিগার করতে পারবেন। মাল্টি-টাস্কিং এর ফিচারগুলো কনফিগার করার অপশন এখানে আছে। তবে আপনাকে পরামর্শ দেয়া হবে ডায়নামিক স্পট অ্যাপটির প্রো ভার্সন ব্যবহার করার জন্য। এটার দাম মাত্র ১০০ রুপির সমান।
সিঙ্গেল ট্যাপের অ্যাকশন কী হবে এবং লং ট্যাপের অ্যাকশন কী হবে সেসব বিষয়ে আপনি কনফিগার করতে পারবেন অ্যাপটির প্রো ভার্সনে। তাছাড়া লক স্ক্রিনে এই সুন্দর ডায়নামিক ফিচারটি যেনো দেওয়া থাকে সে ব্যবস্থাও আছে।
কাজেই বিষয়টি এরকম নয় যে আপনি আইফোন ব্যবহার করতে পারছেন না বলেই অ্যান্ড্রয়েডে ডাইনামিক আইসল্যান্ড এর সুবিধা পাবেন না। তবে এখনো পর্যন্ত আস্থা রাখার মতো খুব বেশি ভালো অপশনও হাতে নেই। প্রযুক্তিপ্রেমীরা আশা করছেন ভবিষ্যতে এন্ড্রয়েডের অপারেটিং সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন করে এই ডায়নামিক আইসল্যান্ডের ফিচার সবার জন্য উন্মোচন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।