বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কয়েক মাসের মধ্যেই বাজারে লঞ্চ হতে চলছে আইফোন ১৪। এরই মধ্যে আবার আইফোন ১৫ নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। বেশ কয়েক দিন আগে আইফোন ১৪-এর ফিচার প্রকাশিত হয়েছে। ফোনটির বেশকিছু স্পেসিফিকেশনস সম্পর্কে ধারণা মিলেছিল। ৯টু৫ম্যাকের নতুন এক প্রতিবেদনে আইফোন ১৫ সিরিজের একটি ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ২০২৩ সালে লঞ্চ করতে চলেছে আইফোন ১৫ প্রো। জানা গিয়েছে, সেই ফোনে একটি ফাইভএক্স পেরিস্কোপ ক্যামেরা দেয়া হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষক জেফ পু জানান, ২০২৩ সালের আইফোন ১৫ প্রো মডেলে থাকত পেরিস্কোপ লেন্স, যার জুম ফাইভএক্স অপটিক্যাল। পু আরো জানিয়েছেন, অ্যাপল এরই মধ্যে এ ইউনিটের স্যাম্পল পেয়ে গিয়েছে এবং ২০২২ সালের মে মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে। মূলত আইফোন ১৫ প্রো মডেলগুলোতেই থাকতে পারে এ ফাইভএক্স পেরিস্কোপ লেন্স। এ সিরিজে দুটি প্রো মডেল থাকবে—আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স। এ বিশ্লেষকের দাবি, অ্যাপল এ মুহূর্তে লান্তে অপটিকসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এ সংস্থাই ২০২৩ সালের আইফোন মডেলের পেরিস্কোপ লেন্সের মূল সাপ্লায়ার হতে চলেছে।
জেফ পু বলছিলেন, এ দুই সংস্থা যদি সিদ্ধান্তে উপনীত হতে পারে তাহলে অ্যাপলকে ১০ কোটির বেশি উপকরণ সরবরাহ করবে লান্তে অপটিক্যাল। এই প্রথমবার যে অ্যাপল আইফোন ১৫ সিরিজে পেরিস্কোপ লেন্স থাকার কথা জানা গেল, এমনটা নয়। বিশ্লেষক মিং-চি কুও এর আগে দাবি করেছিলেন, ২০২৩ সালের আইফোনে পেরিস্কোপ লেন্স দেয়া হতে পারে। যদিও এ বিষয়ে সংস্থার তরফ থেকে অফিশিয়ালি কিছুই জানানো হয়নি এখন পর্যন্ত। তাই পুরো বিষয়টাই জল্পনার স্তরে রয়েছে।
পাশাপাশি আইফোন ১৪ নিয়েও জোরদার জল্পনা চলছে। এর আগে একাধিক লিক থেকে জানা গিয়েছিল, আইফোন ১৪ মডেলগুলিতে থাকতে পারে ১২০ হার্ৎজ় ডিসপ্লে এবং ৬জিবি পর্যন্ত র্য়াম। এই আইফোন ১৪ সিরিজে অ্যাপল মোট চারটি ফোন লঞ্চ করতে চলেছে বলেও জানা গিয়েছে। সেগুলি হল, আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স এবং আইফোন ১৪ মিনি।
১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে কাঁচের মতো স্বচ্ছ ফোন আনছে নকিয়া
এর আগে আবার একটি রিপোর্ট থেকে আইফোন ১৪ মডেলগুলির ক্যামেরা স্পেসিফিকেশনস সম্পর্কে জানা গিয়েছিল। আইফোন ১৩-র থেকে আইফোন ১৪-র মডেলগুলিতে বড়সড় ক্যামেরা আপগ্রেডেশন থাকতে পারে বলে জানা গিয়েছিল। সফ্টওয়্যারের দিক থেকে ফোনগুলিতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের এ১৬ বায়োনিক চিপসেট থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।