Apple এ বছরের শেষ দিকে তাদের আইফোন ১৫ রিলিজ করার প্রস্তুতি নিচ্ছে। আইফোন ১৫ এর এক্সক্লুসিভ রেন্ডারিং ইমেজ পাবলিশ করা হয়। এসব ইমেজ Apple দ্বারা এশিয়ার বিভিন্ন ফ্যাক্টরিতে দেওয়া হয়েছে। উদ্দেশ্য হচ্ছে মার্কেটে আসতে যাওয়া ডিভাইসের জন্য কেস তৈরি করা।
এতে করে ফোনটি রিলিজের সাথে সাথে কেসটি মার্কেটে এভিলেবল থাকবে। রেন্ডারিং ইমেজ থেকে নতুম ডিভাইস সম্পর্কে ধারণা পাওয়া যায়। নতুন ডিভাইসে লাইটেনিং পোর্ট এর ফিচারটি থাকছে না। ইউরোপিয়ন ইউনিয়ন চাইছে যে সকল স্মার্টফোন ডিভাইসের জন্য একই স্টাইলের চার্জিং সিস্টেম থাকুক।
এজন্য পরবর্তী আইফোন ডিভাইসে ডিজাইন এবং ফিচারের দিক থেকে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। ফোনটি এমনভাবে ডিজাইন করা হবে যেন হাতের মধ্যে সহজে গ্রিপ হতে পারে।
ব্যবহারকারী যেন ফোনটি হাতে নিয়ে কমফোরটেবল ফিল করে। ক্যামেরার সিস্টেমের নতুন সেন্সর বা লেন্স এর ব্যবহার হতে পারে। তবে ক্যামেরার লে-আউট এ তেমন পরিবর্তন আসবে না।
তবে ক্যামেরার লেন্সের সাইজ আরো কমে যেতে পারে। ইমেজ সেন্সরের সাইজ বড় হতে পারে। ক্যামেরা বাম্পের আকার আকার থেকেও ছোট হতে পারে। ভলিউম এবং মিউট সুইচ বাটনের ডিজাইনের কিছুটা পরিবর্তন আনা হবে।
তবে ক্যামেরার রেজুলেশন এর কথা বললে মার্কেটে রিলিজ হতে যাওয়া আইফোন ১৫ প্রো ডিভাইসের সাথে আইফোন ১৪ প্রো ডিভাইসের যথেষ্ট মিল থাকবে। ডিভাইসটির ডিসপ্লের সাইজ হতে পারে ৬.১ ইঞ্চি ।
ডিভাইসের আকার কমবে তবে ডিসপ্লের সাইজ বৃদ্ধি পেতে পারে। তবে এসব বর্ণনা অ্যাপলের ফাইনাল ডিজাইনের সাথে পুরোপুরি মিলতে নাও পারে । আপাতত অ্যাপলের নতুন ডিভাইস সম্পর্কে কিছুটা ধারণা করা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।