অ্যাপল ভক্তদের আগ্রহ তৈরি হয়েছিল আগেই। সে আগ্রহ ও উচ্ছ্বাসের মধ্যেই ৯ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করল আইফোন।
ক্যালিফোর্নিয়ার কাপের্তিনোয় অ্যাপল পার্কে অ্যাপলের আইফোন সেভেনটিন সিরিজের চারটি স্মার্টফোন উন্মোচন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও টিম কুক।
বাজারে আনা হয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন এয়ার।
ফিচার
ফোনগুলোয় রয়েছে অ্যাপলের এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির এ১৯ প্রো চিপ। ফোনের বডিতেও প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম। চিপের তাপমাত্রা কমাতে তৈরি করা হয়েছে ভেপার চেম্বার।
আইফোন ১৭ সিরিজের ফোনে ক্যামেরাকেও করা হয়েছে আগের তুলনায় অনেক উন্নত।
তিনটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা মিলে ‘ফিউশন ক্যামেরা’ তৈরি করেছে অ্যাপল, যা আইফোন সিক্সটিনের তুলনায় চার গুণ উন্নত রেজোলিউশন।
সামনের ক্যামেরায় একটি বৃহত্তর ও বর্গাকার সেন্সর রয়েছে। ফলে ক্যামেরা না ঘুরিয়েই ছবি তোলা যাবে।
নতুন এ সেন্সর ১৮ মেগাপিক্সেল পর্যন্ত ছবি তুলতে পারবে। পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আগের তুলনায় অনেক ভালো ভিডিও করা যাবে।
নতুন প্রকাশিত আইফোনের ডিসপ্লে সাইজ রয়েছে অপরিবর্তিত। ছয় দশমিক তিন ইঞ্চি ও ছয় দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লেকেও করা হয়েছে আগের চেয়ে বেশি চাপ সহনশীল। ফলে সহজে ভাঙবে না বলে দাবি করছে অ্যাপল।
এবারের সবচেয়ে বড় চমক হিসেবে উপস্থিত হয়েছে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা আইফোন এয়ার। মাত্র পাঁচ দশমিক ছয় মিলিমিটার পুরু এ ফোনকে অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
ফোনের ডিজাইনে পরিবর্তন আনতে ক্যামেরা, স্পিকার ও চিপকে একসঙ্গে সমন্বয় করে স্থান তৈরি করা হয়েছে ব্যাটারির। পঞ্চম গ্রেডের টাইটানিয়াম ফ্রেমসহ উচ্চ শক্তিসম্পন্ন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে।
আইফোন এয়ার প্রসঙ্গে অ্যাপলের প্রশংসা করতে গিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে ফোল্ডিং ফোনের দ্বার উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল।
আইফোন সেভেনটিনের প্রাথমিক দাম ধরা হয়েছে ৭৯৯ ডলার। এ ছাড়া আইফোন ১৭ প্রোর প্রাথমিক দাম ১ হাজার ৯৯ ডলার, সেভেন্টিন প্রো ম্যাক্সের ১ হাজার ১৯৯ ডলার এবং আইফোন এয়ারের দাম ৯৯৯ ডলার থেকে শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।