বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে সারা বিশ্বে বহুল আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার যে জোয়ার এসেছে, তাতে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে অ্যাপল।
স্যামসাং ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করলেও অ্যাপল তেমনটি করেনি।
তবে দেরীতে হলেও এবার এআই এর তালিকায় নাম লেখাতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের মোবাইল ও অন্যান্য যন্ত্রে জেনারেটিভ এআই সুবিধা যুক্ত করতে জেমিনি ব্যবহার করতে চায় প্রতিষ্ঠানটি এবং এর জন্য গুগলের সাথেও আলোচনা চলছে।
সোমবার অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইফোনে জেমিনির এআই সফটওয়্যার তৈরি করতে গুগলের সাথে আলোচনা করছে অ্যাপল। ইতিমধ্যে এআই মডেলের উপর ভিত্তি করে আসন্ন অপারেটিং সিস্টেম আইওএস ১৮-এ অনেক এআই বৈশিষ্ট্য আনার জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি।
গত মাসেই অ্যাপলের সিইও টিম কুক তার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তার কোম্পানি এই বছরের শেষে জেনারেটিভ এআই বৈশিষ্ট্যটি চালু করবে। এরই পরিপ্রেক্ষিতে আইওএস ১৮ থেকেই ব্যবহারকারীরা আইফোন-আইপ্যাডসহ সব যন্ত্রে এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।