জুমবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান সাংবাদিকদের কাছে বলেছেন, আইভী আমার কাছে ভোট চায়নি। রবিবার (১৬ জানুয়ারি) ভোট শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।
শামীম ওসমানের কাছে আইভী ভোট চেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, উনি (আইভী) জানেন আমার কাছে যদি ভোট নাও চান, তবুও আমি ওনার জন্য সবার কাছে ভোট চাইব। তবে উনি আমার কাছে ভোট চাননি।
এদিন বেলা ৩টার ৪০ মিনিটে ভোট দেন তিনি। এসময় ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শামীম ওসমান। তিনি বলেন, আইন মেনে রিকশায় চড়ে তিনি ভোট দিতে এসেছেন।
তিনি বলেন, নৌকা বিপুল ভোটে জয় লাভ করুক। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ রবিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। এ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮৭টি ভোটকেন্দ্রে এই ভোটগ্রহণ হয়। ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।