Advertisement
স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আইরিশদের ১৭২ রানে অলআউট করার পর ২৮তম ওভারেই টার্গেট ছুঁয়ে ফেলে ইংল্যান্ড।
এই ম্যাচ দিয়ে শুরু হল আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ। ১৩৯ দিন পর মাঠে গড়ানো ওয়ানডে ম্যাচে শুরু থেকেই ইংলিশ পেসার ডেভিড উইলির পেস তাণ্ডবের শিকার হয় আয়ারল্যান্ড। ৭ রানের মধ্যেই স্টারলিং ও বালবার্নিকে ফেরান এই পেসার।
উইকেট শিকারে সাকিব মাহমুদ যোগ দিলে ২৮ রানে ৫ উইকেট হারায় আইরিশরা। তবে কার্টিস ক্যাম্পারের অভিষেক ফিফটিতে কোন মতে স্কোরবোর্ডে ১৭২ রান যোগ করে আয়ারল্যান্ড।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩৪ রানেই ফেরেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়। তবে স্যাম বিলিংয়ের ৬৭ আর অধিনায়ক মরগানের অপরাজিত ৩৬ রানের ইনিংসে সহজ জয় পায় স্বাগতিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।