স্পোর্টস ডেস্ক : দুই বছর পর আবারো ডাবলিনের সেই মালাহাইডের ‘দ্য ভিলেজে’ টাইগারদের সাথে দেখা হচ্ছে স্বাগতিক আইরিশদের। বৃহস্পতিবার মাশরাফির দল আইরিশ বিপক্ষে মাঠে নামবে ত্রিদেশীয় সিরিজে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে। সেই মাঠে, যে মাঠে ২০১৭ সালের ১৯মে শেষ দেখা হয়েছিল দু’দলের।
সেবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে দিয়ে নিউ জিল্যান্ড আর স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে তিন জাতি আসরে অংশ নিয়েছিল বাংলাদেশ। এবারের মতই ছিল তার ফরম্যাট। প্রতি দলের সাথে খেলা হয়েছিল দুইবার করে। ২০১৭ সালের ১২মে বৃষ্টির কারণে প্রথম রাউন্ডের ম্যাচ মাঠেই গড়ায়নি।
ফিরতি পর্বে আবার দেখা হয়েছিল বাংলাদেশ আর আয়ারল্যান্ডের। সেই ম্যাচে হেসেখেলে জিতেছিল মাশরাফিরা। মাত্র ২৪ ঘন্টা আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ব্যবধানে জিতেছে টাইগাররা, ২০১৭ সালে ঠিক সেই ৮ উইকেটে আইরিশদের হারিয়েছিল বাংলাদেশ।
মঙ্গলবার ক্যারিবীয়দের বিরুদ্ধে যেমন টিম পারফরমেন্সে ধরা দিয়েছিল সহজ ও অনায়াস জয়। দু’বছর আগে এই ‘দ্য ভিলেজেও’ আইরিশদের বিপক্ষে তেমন সম্মিলিত প্রচেষ্টা ও দারুণ টিম পারফরমেন্সে জিতেছিল বাংলাদেশ।
সে ম্যাচের হিরো ছিলেন দু’জন; মোস্তাফিজুর রহমান আর সৌম্য সরকার। কাটার মাস্টার বল হাতে জ্বলে উঠে প্রথম সেশনেই আইরিশদের ব্যাটিং মেরুদন্ড ভেঙ্গে গড়ে দিয়েছিলেন জয়ের ভিত।
আয়ারল্যান্ডের বিপজ্জনক ওপেনার স্টারলিংকে নিজের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে শূন্য রানে ফেরত পাঠিয়ে বোলিং তান্ডব শুরু করে কাটার মাস্টার। এরপর মিডল অর্ডারের ওপরও আঘাত হানেন এ বাঁ-হাতি পেসার। তার বিষাক্ত সুইং ও কাটারে (৯-২-২৩-৪) আয়ারল্যান্ডের একজন ব্যাটসম্যানও মাথা তুলে দাঁড়াতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।