আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকার ওজন বাড়ার কারণে আইসক্রিম খেতে না দেওয়ায় রাস্তার মধ্যেই প্রেমিককে কাঁচি দিয়ে কুপিয়ে হ’ত্যা করেছে প্রেমিকা। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে আ’টক করেছে পুলিশ। গত বুধবার চীনের ঝুমাদিয়ার হেনান শহরে এ ঘটনা ঘটেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ওই প্রেমিক যুগল ঘুরতে বেরিয়েছিলেন। পরে আইসক্রিম খেতে চান প্রেমিকা। কিন্তু তার ওজন বেড়ে যাওয়ায় আইসক্রিম খেতে নিষেধ করেছিলেন প্রেমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী আইসক্রিম খেতে চাইলে প্রেমিক বলেন, ‘তুমি এখনো অনেক মোটা, তুমি এখনো আইসক্রিম খেতে চাও।’ প্রেমিকের এমন ‘অপমানজনক’ কথার পর পাশের দোকানে গিয়ে কাঁচি কিনে আনেন ওই নারী। এরপর ক্ষোভে ওই কাঁচি দিয়েই চারবার আঘাত করলে মাটিতে পড়ে যান প্রেমিক।
পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। তাদের মধ্যে এক মাসেরও কম সময় প্রেমের সম্পর্ক ছিল। ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।