আইসল্যান্ডের উপকূলের কাছে এমন একটি পাথর রয়েছে যা দেখতে জলে ডুবতে যাওয়া হাতির মতো মনে হয়। এ পাথরটির নাম দেওয়া হয়েছে এলিফ্যান্ট রক। এ পাথরকে ঘিরে অনেক গল্প প্রচলিত রয়েছে। বিশ্বের সবচেয়ে সুন্দর শিলার কাঠামোর লিস্ট করলে সেখানে এলিফ্যান্ট রকের স্থান অবশ্যই থাকবে।
পর্যটকরা যখন এখানে আসেন এ দৃশ্য দেখে অবাক হয়ে যান। এলিফ্যান্ট রক দেখতে অনেক বেশি বাস্তব মনে হয় কারণ এর রং এবং হাতির রং অনেকটা একই রকম। পাথরের গঠন এবং আকৃতির সাথে হাতির অনেক মিল পাওয়া যায়।
দূর থেকে দেখলে আপনার মনে হবে যেনো একটি জীবন্ত হাতি জলের ধারে ঘুমিয়ে আছে। স্থানীয়রা মনে করেন যে, হাতিটি সূর্যের আলোর স্পর্শে পাথরে পরিণত হয়েছে এবং তা সেখানেই আটকে আছে।
অনেকে বলে থাকেন যে, উদ্দেশ্যমূলকভাবেই পাথরের আকৃতি হাতির মতো করে তৈরি করা হয়েছে। যিনি এ পাথর খোদাই করেছেন তার অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। আবার এটাও মনে হতে পারে যে, প্রকৃতির মাধ্যমেই আইসল্যান্ডের এলিফ্যান্ট রক তৈরি করা হয়েছে।
এ পাথরের কৃত্রিমভাবে তৈরি নয়। অনেক বেশি পর্যটক ওই এলাকায় আসার কারণে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আপনি এটাকে হাতির আকৃতির পাথর বলতে পারেন।
ওই জায়গায় অবস্থিত এলডফেল আগ্নেয়গিরি দীর্ঘদিন ধরে সক্রিয়। ১৯৭৩ সালে ওই দ্বীপে ভয়ংকর আগ্নেয়গিরির বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকেই এলিফ্যান্ট রক তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। আইসল্যান্ডের Heimaey দ্বীপে এলিফ্যান্ট রকটি অবস্থিত। আইসল্যান্ডের জনপ্রিয় পর্যটন স্পটের মধ্যে এটি একটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।