স্পোর্টস ডেস্ক : নেশন্স লিগের আরেক গ্রুপ পর্বের ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ইংল্যান্ড। স্টার্লিং এর একমাত্র গোলে আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের জয়ের দেখা পেয়েছে থ্রি লায়ন্স। গ্রুপের আরেক ম্যাচে, ডেনমার্কের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে বেলজিয়াম। ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে দ্য রেড ডেভিলস।
আইসল্যান্ডের জাতীয় ফুটবল স্টেডিয়ামে স্বাগতিকরা আতিথ্য দেয় ইংল্যান্ডকে। গেলো নভেম্বরের পর প্রথম ম্যাচ খেলতে মাঠে নামে দু’দল। শুরু থেকেই ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখায় ইংল্যান্ড। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পেতে ব্যর্থ থ্রি লায়ন্স।
৭ মিনিটে হ্যারি কেইন জালে বল জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর প্রথমার্ধ্বে বেশ কয়েকবার ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন কেইন, হ্যাজার্ডরা
বিরতির পর ৬৪ মিনিটে ফ্রি কিকে দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলো ইংল্যান্ড। কিন্তু তাও জালের ঠিকানা খুঁজে পায়নি। উল্টো ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ওয়াকার মাঠ ছাড়লে, দশজনের দলে পরিণত হয় ইংল্যান্ড।
৮৯ মিনিটে ডিবক্সের ভেতরে স্টার্লিং এর শট প্রতিপক্ষ ডিফেন্ডার ইনগাসনের হাতে লাগলে পেনাল্টি পায় ইংল্যান্ড। আর তা থেকেই স্কোর গড়ে অতিথিদের হয়ে লিড আনেন স্টার্লিং।
শেষদিকে পেনাল্টি পেয়েছিলো আইসল্যান্ডও। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ফলে জয় নিশ্চিত হয় গ্যারেথ সাউথগেটের শিষ্যদের।
গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্কের মাঠে আতিথ্য নেয় বেলজিয়াম। যেখানে ম্যাচের ৯ মিনিটেই দেনেইয়ারের গোলে এগিয়ে যায় দ্য রেড ডেভিলস। এরপর বেশ ক্ষানিকক্ষণ ম্যাচের স্কোর থাকে ১-০’তে থেমে থাকে। অবশেষে ৭৬ মিনিটে গিয়ে খোলে জট। মার্টিন্সের গোলে লিড দ্বিগুণ করে বেলজিয়াম। সেই সাথে জয়টাও নিশ্চিত হয়ে যায় রোমেলু লুকাকুদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।