স্পোর্টস ডেস্ক: ২০২৩ সালের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আরও ইভেন্ট আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইর এক কর্মকতা ভারতীয় সংবাদমাধ্যমকে এ কথা জানান।
এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে হবার কথা ছিলো। কিন্তু ভারতে করোনার প্রকোপ বেড়ে যাবার কারনে সেটি ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে পুরো আসর আয়োজনের দায়িত্বে থাকছে ভারতই।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও আয়োজন করবে ভারত। ওয়ানডে বিশ্বকাপে পর আইসিসির আরও প্রতিযোগিতা ভারতে আয়োজন করার ভাবনা রয়েছে বিসিসিআইর।
বিসিসিআইর এক কর্মকর্তা বলছেন, ‘২০২৩ সালের বিশ্বকাপের পর ভারতে আইসিসির আরও প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করছি আমরা। সব ঠিক থাকলে আইসিসির কাছে আমাদের পরিকল্পনা পাঠানো হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী আট বছরের মধ্যে আইসিসির অন্তত তিনটি প্রতিযোগিতা ভারতের মাটিতে আয়োজন করতে চাইছে বিসিসিআই। আইসিসির বৈঠকে নিজেদের ইচ্ছার কথা তুলে ধরবেন বিসিসিআইর সভাপতি সৌরভ গাঙ্গুলী।’
পুরুষদের ক্রিকেটে আরও বেশ কিছু প্রতিযোগিতা করার পরিকল্পনা ছিলো আইসিসির। আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরিয়ে আনতে চাইছে আইসিসি। পুরুদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয় ১৬ দলের মধ্যে। আইসিসির পরিকল্পনা আছে ভবিষ্যতে ২০ দল নিয়ে এ টুর্নামেন্ট আয়োজনের।
৫০ ওভারের সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ১০টি দল নিয়ে । ২০২৭ এবং ২০৩১ সালে সেটা বাড়িয়ে ১৪ দলের করা হবে বলে জানিয়েছে আইসিসি। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপ হবে ১০ দলের। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।