স্পোর্টস ডেস্ক : গত এক দশকে তিন ফরম্যাটের সেরা একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ঘোষিত দলে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক মনোনীত করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। আর টেস্টের অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ তিন ফরম্যাটেই অধিনায়ক ভারতীয়।
উল্লেখ যোগ্য বিষয় যে, তিন ফরম্যাটের কোনোটিতেই সুযোগ পাননি কোনো পাকিস্তানি ক্রিকেটার।
ওয়ানডে একাদশে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন। তবে টেস্ট ও টি-টোয়েন্টি একাদশে বাংলাদেশের কারো জায়গা হয়নি। অথচ গত এক দশকে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে গঠন করা হয়েছে এই দলগুলো। আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয়েছে এই দলগুলো।
আইসিসির দশক সেরা টেস্ট দল
অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, কুমার সাঙ্গাকারা, বেন স্টোকস, রাবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।
আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশ
রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।
আইসিসির দশক সেরা টি-টোয়েন্টি দল
রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কাইরন পোলার্ড, রশিদ খান, জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।