আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাত্র এক রেটিং পয়েন্টের ব্যবধানে নবম স্থানে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে বাংলাদেশের রেটিং ৭৭, আর ওয়েস্ট ইন্ডিজের ৭৮।
এ বছর ৫ মে প্রায় দুই দশক পর প্রথমবার দশে নেমেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় পেয়ে জুলাইয়ে সাময়িকভাবে নয় নম্বরে উঠলেও স্থায়ী হয়নি সেই অবস্থান। পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক জয়ে আবারও পিছিয়ে পড়তে হলো লাল-সবুজদের।
বাংলাদেশ প্রথমবার দশে ওঠে ২০০৫ সালের আগস্টে, কেনিয়াকে পিছিয়ে। ২০০৬ সালের অক্টোবরে জিম্বাবুয়েকে হারিয়ে পৌঁছে যায় নয় নম্বরে। ২০১৭ সালের মে মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছয় নম্বরে ওঠা এখন পর্যন্ত দলের সর্বোচ্চ অবস্থান।
কৌশলগত দিকে সর্বকালের সেরা ৫ ব্যাটারের নাম বললেন পন্টিং, নেই কোহলি
২০২২ সালে সাউথ আফ্রিকাকে হারিয়ে আবারও ছয়ে উঠেছিল বাংলাদেশ। কিন্তু ধারাবাহিক পারফরম্যান্সের অভাব ও বড় দলের বিপক্ষে পরাজয় বাড়ায় র্যাঙ্কিং ধীরে ধীরে নেমে এসেছে আগের সেই তলানিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।