আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের আম্পায়ারদের ব্যস্ত সূচি

আম্পায়াররা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ব্যস্ত সূচিতে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক প্যানেলের আম্পায়াররাও। বাংলাদেশের চার আম্পায়ারকে বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে আইসিসি। সঙ্গে আছেন এক ম্যাচ রেফারিও।

আম্পায়াররা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ ম্যাচ পরিচালকের নাম আজ জানিয়েছে। তাঁরা হলেন মোর্শেদ আলী খান, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, নিয়ামুর রশিদ রাহুল ও সাথিরা জাকির জেসি। যেখানে ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর মালয়েশিয়ায় হবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘এ’ অঞ্চলের বাছাইপর্ব। এই টুর্নামেন্টে আম্পায়ারিং করবেন মোর্শেদ আলী খান। মাসুদুর রহমান মুকুল আছেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুতে আম্পায়ারের দায়িত্বে।

১৪ থেকে ২৭ সেপ্টেম্বর কানাডায় হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক কানাডার সঙ্গে খেলবে ওমান ও নেপাল। ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট শেষ হওয়ার পর কানাডা, ওমান, নেপাল তিন দল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এখানে ম্যাচ রেফারি হিসেবে থাকবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি।

একই সময়ে দক্ষিণ কোরিয়ায় চলবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া প্রশান্ত সাব–রিজিওনাল বি–এর খেলা। এখানে আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এছাড়া মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ বাছাইয়ে আম্পায়ারের দায়িত্বে থাকছেন ন জেসি। ৪ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে টুর্নামেন্টটি। জেসি এ বছরের মার্চে আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন তিনি।

বিসিবি পরিচালক পদ থেকে সুজনের পদত্যাগ

মোর্শেদের আগে থেকেই আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলে আছেন বাংলাদেশের গাজী সোহেল, তানভীর আহমেদ ও মাসুদুর রহমান। এ বছরের এপ্রিলে এই প্যানেলে মোর্শেদ এসেছেন বিসিবির মনোনয়নে।

আম্পায়ার টুর্নামেন্ট সূচি
মোর্শেদ আলী খান ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই ২৮ আগস্ট-১০ সেপ্টেম্বর
তানভীর আহমেদ ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাই ২৬ সেপ্টেম্বর-৬ অক্টোবর
মাসুদুর রহমান মুকুল ছেলেদের ওয়ানডে বিশ্বকাটের লিগ টু ১৪ সেপ্টেম্বর-২৭ সেপ্টেম্বর
নিয়ামুর রশিদ রাহুল কানাডা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২৮ সেপ্টেম্বর -৩ অক্টোবর
সাথিরা জাকির জেসি মেয়েদের অনূর্ধ্ব টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই ৪ নভেম্বর-১৪ নভেম্বর