আইসিসি লিটনকে বড় সুখবর দিল

লিটনকে

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন। অনেক ক্রীড়াবোদ্ধা এমনও বলছেন, বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটসম্যান তিনি। বলছি লিটন দাসের কথা।

লিটনকে

গেল বছরের ন্যায় সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজেও যার ব্যাট দ্যুতি ছড়িয়েছে। সমীহ করতে বাধ্য হয়েছেন বাঘা বাঘা সব বোলাররা। প্রশংসায় ভাসিয়েছেন হার্শা ভোগলেসহ বিশ্ব ক্রিকেট বোদ্ধারা। এবার সেটিরই যেন পুরস্কার পেলেন তিনি।

আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস। তার রেটিং ৬৮৩। লিটনের আগে আর কোনো বাংলাদেশি নেই তালিকায়। তারপরে আছেন ‘মিস্টার ডিফেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। তিনি আছেন ২৫তম পজিশনে। তার রেটিং ৬৩০।

এদিকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মারনাস লাবুশান। ৯২৪ রেটিং নিয়ে তিনি আছেন সবার ওপরে। এছাড়া দ্বিতীয় অবস্থান ইংল্যান্ড টেস্ট দলপতি জো রুটের। পাশাপাশি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং রোহিত শর্মা।

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনই পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে ইনিংস ব্যবধানে হার এড়াতে পারবে কি না সেটি দেখার ছিল। মঙ্গলবার (১১ জানুয়ারি) তৃতীয় দিন আড়াই সেশনেই সে উত্তর পেয়ে যায় বাংলাদেশ।

বিয়ে করছেন মৌনী রায়, পাত্রের পরিচয়

প্রথম ইনিংসে ১২৬ রানের পর দ্বিতীয় ইনিংসে মুমিনুল হকের দল অলআউট হয় ২৭৮ রানে। তৃতীয় দিনের শেষ সেশনেই ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে হেরেছে ম্যাচ। তবে স্রোতের বিপরীতে প্রাপ্তি বলতে গেলে শুধু লিটন দাসের সেঞ্চুরি।

ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেও বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন লিটন দাস। ১২৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে যে ২৭৮ রান তুলতে পেরেছে তার পুরো কৃতিত্ব লিটন দাস ও নুরুল হাসান সোহানের।

দুজনে ৬ষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ১০১ রান। জুটির পর নিজেও সেঞ্চুরি তুলে নেন লিটন। গত বছর টেস্টে দুর্দান্ত ব্যাটিং উপহার দেওয়া এই উইকেট রক্ষক ব্যাটার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও দারুণ ব্যাটিং করেছেন।