Advertisement
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ৫০ জনের করোনা টেস্ট করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তাদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
পজিটিভ হওয়া খেলোয়াড়ের সংস্পর্শে আসা আরও দুজনসহ মোট তিনজন ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও তাদের শরীরে কোনো উপসর্গ নেই। তাদের পরিচয়ও জানা যায়নি।
দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচ হবে দর্শকহীন স্টেডিয়ামে। দুদলের মাঠের লড়াই শুরু হচ্ছে ২৭ নভেম্বর থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।