নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।
গত ১৪ ডিসেম্বর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৪ ডিসেম্বর অনুমোদন হলেও শনিবার (২৬ ডিসেম্বর) রাতে যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির কমিটির তালিকা প্রকাশ করা হয়।
এবার সংসদ সদস্য, সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগ নেতাসহ দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের প্রাধান্য দিয়ে ২০১৯-২০২১ মেয়াদের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই উপ-কমিটিতে সদস্য মনোনীত হওয়ার পূর্বে নজরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় (২০১৮) উপ-কমিটি সদস্য (ড. গওহর রিজভী-ডাঃ দীপু মনি), বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য (লিয়াকত-বাবু) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপ-অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেন। স্কুল জীবন থেকেই তিনি ফেনীর ছাত্র রাজনীতির সাথে জড়িত। ফেনীর বক্তারমুন্সী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশান এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত আছেন নজরুল ইসলাম। একই বিশ্ববিদ্যালয়ে তিনি একজন পিএইচডি গবেষক। তার সহধর্মীনি উম্মে হাবিবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
আওয়ামী পরিবারের সন্তান নজরুল ইসলামের বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (১৯৭৩-২০০২) ছিলেন। তার বড় ভাই নূরুল ইসলাম (ভুট্টো) বর্তমানে সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং ৫ নং চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।