জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই করোনাভাইরাস মহামারিতে দেশের মানুষ সেবা পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি আরো বলেন, অন্য দল ক্ষমতায় থাকলে এই করোনাকালে মানুষ এমন সেবা পেত না।

শেখ হাসিনা বলেন, সংক্রমণের শুরু থেকেই সরকার ও দলের নেতাকর্মীরা মাঠে ছিল। করোনায় ৬১ জেলায় ৫২২ নেতাকর্মীর মৃত্যু হয়েছে। করোনায় এত বড় ত্যাগ আর কোনো দল করেনি। অথচ তারপরও মানুষের পাশে না দাঁড়িয়ে অন্য রাজনৈতিক দলগুলো শুধুই সরকারের সমালোচনায় করেছে।
এই সময় যেন খাদ্য সংকট না হয় সে চেষ্টায় সচেষ্ট ছিল সরকার। তাই ফসল উৎপাদন অব্যাহত ছিল। এর ফলে দেশে খাদ্যের ঘাটতিও হয়নি বলে জানান প্রধানমন্ত্রী। চিকিৎসা ক্ষেত্রে সরকারের সার্বক্ষণিক নজর ছিল। সবার সম্মিলিত চেষ্টার ফলেই করোনাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সাংগঠনিক কার্যক্রম আস্তে আস্তে শুরু করতে হবে। সাধারণত দুই মাস পরপর সভা করা হলেও এবার করোনার কারণে ৭ মাস পর সভা হলো।
মানুষের আস্থাই আওয়ামী লীগের একমাত্র সম্বল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মানুষের পাশে আছে, থাকবে। করোনার কারণে অনেক দেশের প্রবৃদ্ধি নিম্নগামী হলেও সরকারের ঐকান্তিক চেষ্টার ফলে বাংলাদেশের প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ ভাগ আছে।
প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলার পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রেখে দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
আওয়ামী লীগের যে তৃণমূল পর্যন্ত মজবুত সাংগঠনিক শক্তি রয়েছে, করোনায় মাঠে নেমে তা আবারো প্রমাণিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



