স্পোর্টস ডেস্ক : নিজের বুদ্ধিমত্তা দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন অধিনায়ক আকবর আলী। এতে প্রশংসায় ভাসছেন তিনি। আর আকবরের জন্য আনন্দে ভাসছে রংপুরবাসী। এ দিকে আকবরের এমন কৃতিত্বে গর্বিত তার বাবা-মা ও পরিবারের সদস্যরা। অনেকে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি টেলিফোনে আকবর আলীর পরিবারের সঙ্গে কথা বলেছেন।
তিনি এ বিজয় অর্জনের জন্য আকবরের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া ক্রিকেট টিম যেদিন ঢাকায় ফিরবে সেদিন বিমানবন্দরে তাকে উপস্থিত থাকতেও অনুরোধ জানিয়েছেন। রোববার দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আকবরের মা সাহিদা আক্তার বলেন, আকবর দেশের জন্য খেলেছে।
বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপ জয়ের শিরোপা তার হাত ধরেই আসল। এটা আমাদের জন্য গর্বের। তেমনি রংপুরবাসীর জন্যও গর্বের। তিনি ছেলের জন্য দেশবাসীর দোয়া কামনা করে বলেন, আগামীতে যেন আকবর আলী তার সাফল্য ধরে রাখতে পারে। আকবরের বাবা মোহাম্মদ মোস্তফা বলেন,
সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমার ছেলে আকবর আলী পুরো বিশ্বের কাছে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। সে এখন বাংলাদেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। যে কোনো পর্যায়ে প্রথমবারের মতো বাংলাদেশকে বিশ্বজয়ের সাফল্য এনে দেয়ার কারিগর। এ সময় তিনি সবার কাছে তার ছেলের জন্য দোয়া কামনা করেন।
এ দিকে সন্ধ্যায় রংপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আকবরের বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় এলাকাবাসী আনন্দে-উচ্ছ্বাসে তাদের স্বাগত জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।