স্পোর্টস ডেস্ক : ‘ভালো হয়ে গেছি’ বললেই যে ভালো হওয়া যায় না, সেজন্য সঠিক পথে চলতে হয়, তার জ্বলন্ত উদাহরণ যেন উমর আকমল। পাকিস্তানের এই তারকা ক্রিকেটারের প্রতিশব্দ হয়ে গেছে বিতর্ক। নতুন এক অভিযোগে এবার আকমলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় ক্রিকেট একাডেমির কোচিং স্টাফ পিসিবির কাছে আকমলের বিরুদ্ধে বাজে ব্যবহার নিয়ে লিখিত অভিযোগ করেছেন।
আকমলের বিরুদ্ধে এবারের অভিযোগ হলো, তিনি লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে বিদেশি ফিটনেস ট্রেইনারের সামনে বাজে ব্যবহার করেছেন। আকমলের উচ্ছৃঙ্খল আচরণ নতুন কোনো বিষয় নয়। গত বছর দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ওয়ানডের আগে গভীর রাত পর্যন্ত হোটেলের বাইরে ছিলেন এই ব্যাটসম্যান। যে কারণে তাকে ম্যাচ ফির ২০ শতাংশ অর্থ জরিমানা করার পাশাপাশি মৌখিকভাবে তিরস্কারও করেছিল পিসিবি।
নিজের দোষ স্বীকার করে ফেলায় সেবার অল্পের ওপর দিয়েই বেঁচে গিয়েছিলেন আকমল। এরপর গত বছরের শেষে এক সাক্ষাৎকারে আকমল দাবি করেছিলেন, তিনি বদলে গেছেন, ‘নিজেকে অনেক বদলেছি। গত তিন-চার বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে আসিনি। বলতে পারেন, সামনে নতুন এক উমর আকমলকে দেখতে পাবেন ভক্তরা।’ কিন্তু ওই যে, ‘ভালো হয়ে গেছি’ বললেই ভালো হওয়া যায় না। আকমলের নতুন কীর্তিতে এটাই প্রমাণ হয়ে গেল। এবার দেখার, পিসিবি তাকে কী শাস্তি দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।