এ বছরের জুলাই মাসে Asus Rog Phone 6 সিরিজের স্মার্টফোন বাজারে উন্মোচন করা হয়। তবে স্মার্টফোনটির Pro ভার্সন Antutu Benchmark অনুযায়ী একাধিকবার পাওয়ায়ফুল স্মার্টফোনের খ্যাতি পেয়েছে।
ইন্টারনেটে নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী Asus সামনে আরও একটি শক্তিশালী স্মার্টফোন বাজারে রিলিজ করতে যাচ্ছে। Dimensity 9000 এর মতো জনপ্রিয় প্রসেসর এ স্মার্টফোনে ব্যবহার করা হবে।
Asus এর নতুন হ্যান্ডসেটটির নাম হবে Rog Phone 6D। Antutu সিস্টেমে Asus এর নতুন হ্যান্ডসেটের স্কোর প্রকাশিত হয়েছে। স্কোর ছিলো ১১৪৪৬৫৯৪। মডেলের নাম দেখানো হয়েছে ASUS_AI2203_D। এটি বাজারে আসলে গেমিং এর জন্য সেরা হবে।
নতুন মডেলের স্মার্টফোনটি এখনও আনঅফিশিয়াল। তবে এটি Asus Rog Phone 6 Pro থেকে ২-৩ শতাংশ বেশি পারফর্ম করবে বলে মনে করা হচ্ছে। আসুস এখনো নতুন কোনো স্মার্ট ফোন বাজারে ছাড়ার বিষয়ে ঘোষণা দেইনি। তবে আশা করছি খুব শীঘ্রই এরকম কোন ঘোষণা আসবে।
Asus Rog Phone 6 Pro স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটের র্যাম হচ্ছে ১৮ জিবি এবং একইসাথে ৫১২ জিবি স্টোরেজ ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির দাম বাংলাদেশে এক লক্ষ আশি হাজার টাকা এবং ভারতে এক লক্ষ পঞ্চাশ হাজার রুপি।
Asus Rog Phone 6 Pro স্মার্টফোনে মেইন ক্যামেরা ছিল ৫০ মেগাপিক্সেল। এ মোবাইলে পাশাপাশি ১৩ মেগাপিক্সেলের আলট্রো-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যুক্ত করা ছিল।
মেইন ক্যামেরা এর সাহায্যে এটিকে 4K রেজুলেশন এ আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন যা খুব কম স্মার্টফোনেই দেখা যায়। আসুস এর এই স্মার্টফোনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লেন্স রয়েছে। সেলফি ক্যামরায় HDR এর অপশন রয়েছে এবং 1080p রেজুলেশন এ ভিডিওগ্রাফি করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।