বর্তমানে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ফোল্ডেবল স্মার্টফোনের গুরুত্ব বেড়েছে। ২০২২ সালে আরও বেশকিছু ফোল্ডেবল স্মার্টফোন বাজারে রিলিজ হতে পারে। আজকের আর্টিকেলে আলোচনা করা হবে এরকম ৫টি মডেল নিয়ে।
Samsung Galaxy Z Fold 4
বাজারে আসতে যাওয়া সবথেকে কাঙ্ক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন এটি। এটির স্পেসিফিকেশন বেশ চমক তৈরি করেছে। কোয়ালকম স্ন্যাপ্পড্রাগন এইট প্লাস জেন ওয়ান প্রসেসর ব্যবহার করা হবে। এর ক্যামেরা খুবই হাই কোয়ালিটির। মার্কেটে এটির সাথে ফাইট করা বেশ কঠিন হবে।
Moto Razr 2022
অসাধারণ বেশকিছু ফিচার ও দারুন ডিজাইন নিয়ে বাজারে আসবে moto razr 2022 মডেলের স্মার্টফোন। আপনি সলিড ফ্লিপ ডিভাইস খুঁজলে এটি ২০২২ সালের অন্যতম সেরা হতে পারে। আগস্টের ২ তারিখে এই ডিভাইসটির ফুল ডেসক্রিপশন নিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
Samsung Galaxy Z Flip 4
আগস্টের ১০ তারিখে Samsung Galaxy Z Flip 4 এর ফুল ডেসক্রিপশন প্রকাশ করা হবে। এখানে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেট ব্যবহার করা হবে। এখানে সবথেকে মূল্যবান ফিচার হচ্ছে ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ থাকবে। এর ফলে অনেক অ্যাপস ইনস্টল করতে পারবেন। পাশাপাশি অনেক ছবি এবং ভিডিও দীর্ঘ সময় ধরে সেভ করে রাখা সম্ভব হবে।
Xiaomi mix fold 2
স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান প্রসেসর ব্যবহার করা হবে। এটার রিফ্রেশনেট হবে ১২০ হার্জ। এটির ডিসপ্লে ৩৬০° পর্যন্ত ভাঁজ করা যাবে। শাওমির ১ম ফোল্ডেবল স্মার্টফোন ২০২১ সালে রিলিজ করা হয়েছিল। শাওমি আশা করছে এই মডেলটিও মার্কেটে সাফল্য অর্জন করবে।
গুগল পিক্সেল ফোল্ড
গুগল চাচ্ছে ২০২২ এর শেষ দিকে এই স্মার্টফোনটি বাজারে নিয়ে আসার জন্য। তবে কোন একটি বিশেষ কারণে গুগল অনেক সময় নিচ্ছে। এটির মেইন ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। গুগলের সর্বশেষ টেনসর চিপসেট এখানে ব্যবহার করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।